Sunday, December 16, 2018

ফুলস্লিভ

ফুলস্লিভ
........... ঋষি
==================================================
কতদিন আর মেগাস্থিনিস ,
অনিয়মিত জন্মলিপি আর কতদিন ভালো লাগে ?
মাঝে মাঝে ফুলস্লিভ সোয়েটার গায়ে
উষ্ণতা খোঁজে গ্লিসারিন দিন ।
কখনোবা স্লিভলেসের গা বেয়ে পাশের বাড়ি শেফালিকে
ভালো লেগে যায়।
.
সত্যি বলছি
সাইকেলের স্কোপে লুকোনো দরিদ্রতা ,রাজপথে ভিড়।
আমারও তো এরোপ্লেন চড়তে ইচ্ছে হয়
কিন্তু আমার কোনো অ্যাটাচড্ ডানা নেই।
ঘাসের সংসার
দরজার কোণায় ঠেস দিয়ে রাখা ঝাঁটা ... ভোরের এঁটো বাসন-কোসন...
হারিয়ে যাওয়া রেডিওতে ভোরের চিত্রহার ...
ভাবতে থাকি শুধু।
 ............. যেমন  হারানো চিচিং ফাঁক ছিঁড়ে পাখির উড়ে যাওয়া
কয়েকটা স্লিপিং ট্যাবলেটে  লং মার্চ ডিসেম্বরের পরিযায়ী
ক্রমশ দৈনতায় ভুগছে সময় ।
.
কতদিন আর মেগাস্থিনিস
অনিয়মিত মিলন আর কতদিন অসহ্য এমনি?
এতদূর পৌঁছোনোর পর এবার বরং জীবনের ঘড়িতে আটটা
হ্যালো তুমি শুনতে পারছো তো ।
অ্যাটাচড্ কল্পনায় থ্রি বি এইচ কে সংযোগে তুমি থাকো
এতে অন্যায়টা কি ?বাঁচায়।  

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...