Wednesday, December 12, 2018

ডাইনোসোরসের ডিম


ডাইনোসোরসের ডিম
.............ঋষি
=======================================
সন্ধ্যের কুয়াশার আস্তরণ এখন বোধহয় তোর শহরে
ফিরোজা চোখ ,রঙিন লেন্স।
জানিস চলন্তিকা কাল একবার চশমা পড়েছিলাম
রঙিন চশমা।
পৃথিবীটা কেমন বদলে গেলো
আর তারপর চশমা খুলতেই পৃথিবী সমহিমায়।
.
আগন্তুক  রশ্মি
থ্রিডাইমেনশনাল ফেটে বেড়িয়ে  আসছে ডাইনোসোরস।
যেন ডিমফুটে জন্মানো সদ্য প্রেম
এত রাগ ,এত খিদে ,এত অভিমান ,সর্বোপরি অদ্ভুত রূপ।
অদৃশ্য স্কিনে খড়ি টানি
শৈত্য প্রবাহ ,শিড়দাঁড়ায় টনটনানি  ,ভয়ার্ত চিৎকার।
রোম খাড়া করা অনন্যতা
কাঁচের ভিতর জলের দাগ ,অতীত খুলে খেলে অন্যমনস্কতায়।.
লুকোনো হাত বাক্সে ছড়াছড়ি আদরের
কৃপণ সময়ের দরজায় বিনুনি দোলানো তুই।
তোর ক্লিভেজে বুনে চলা সেদিনকার গল্প
একটা রেশমি সন্ধ্যা আগুন জ্বালানো ফায়ারপ্লেসে অসহায়তা।
এতটুকু গল্পের ভিতর প্রাগৈতিহাসিকতা
সবটাই ডাইনোসোরসের ডিম।
.
সন্ধ্যের কুয়াশায় শব্দরা পা ফেলে হাঁটে আমার শহরে
এলোমেলো ঝোড়ো হাওয়া তোর গল্প।
জানিস তো চলন্তিকা কাল সারাদিন আমি একলা ছিলাম
নিজের ভূমিকায়।
পৃথিবীটা শুধু সাদা শাড়িতে মোড়া মৃত দিন
আজ কেন লাল শাড়িতে বিপ্লবের রঙে। 

.

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...