Wednesday, December 12, 2018

মৃত্যুর গল্প

মৃত্যুর গল্প
.............. ঋষি
================================================
মানুষের একজীবনে অজস্র মৃত্যু
আর মৃত্যুর শবগুলো একলা শবঘরে সারিবদ্ধ।
যেগুলো শুধু সাক্ষী নিজের একলা পথচলার
অজস্র উত্থান ,পতন লেখা দিনযাপন।
নির্ভরশীলতা
কোনো আসমানী রঙের মারিয়ানা খাত।
.
আমরা যতবারই নিজের স্বপ্নের মধ্যে মরি
ঠিক ততবার জীবনের গ্যাসবেলুনগুলো হারিয়ে যায় গভীরে।
জঙ্গলের ভিতর থেকে বেড়িয়ে আসে ডোরাকাটা চিতা
রক্ত চুষে নেয় ,তবু হাসতে থাকা।
আমৃত্যুর সংযম
প্রেমের আঘাত ,পরীক্ষায়  ফেল ,আগুনের সংসার ,কর্মহীনতা
প্রত্যেক মৃত্যুর মধ্যে একটা ব্যাপার কমন
মৃত্যুগুলো শুধুমাত্র নিজেদের।
বাদবাকি পাড়াপড়শিরা শুধুমাত্র সময়ের মুখ
আসলে মানুষ গল্প পড়তে ভালোবাসে
মৃত্যুটার বাঁচতে নয়।
.
মানুষের একজীবনের অজস্র মৃত্যু
সাক্ষী জীবনের বোঝাপড়ায় অজস্র ঝরতে থাকা মুহূর্ত।
প্রেমিকের হাসি ,বুক হারানো ভালোবাসা
সব মনে থাকে মৃত্যুর যন্ত্রনায় ,অথচ মানুষ সংযমে।
আপাদমস্তক
সময়ের রঙিন জামাকাপড়ে সাজানো বাঁচা।

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...