Sunday, December 16, 2018

সময়ের নগ্নতা


সময়ের নগ্নতা
..... ঋষি
============================================
প্রিয় সান্নিধ্য থেকে সময় সরিয়ে নিলে
চোখে পরে খিদে।
ব্যস্ত ঝাপটারা তাড়া করে ফেরে দিনভর কোনো অছিলায়
ব্যস্ততার দুর্যোগে সান্নিধ্য নির্বাসিত।
আমরা বলি বয়স ,কেউ বলে সময়ের মতো রোগ খুব কম আছে
কিন্তু সময় বলে অভিশাপ।
.
তারপর রাত্রি
আরো গভীরে গেলে চোখের লেন্সে সরতে থাকা সময়ের ইচ্ছারা।
আমি বলি চল রাতের গভীরে খুঁজে আসি নিজেকে
রাত ছড়িয়ে পড়ে গভীর থেকে আরো গভীরে ।
ক্রমশ হারিয়ে যাওয়ার পালা শুরু
যেন আমাকে আর  কোনদিনও  ফিরতে হবে না ।
পালা বদল হবে না
 কেউ দাঁড়িয়ে থাকবে ,কোনো মিথ্যা আভরণে ।
 রাত হাত বাড়ায় আরো গভীরে
চারিপাশে  কালো গড়িয়ে পড়ে নিজস্ব ভূমিকায় ।
 দেখতে পাই ক্রমশ  পূর্ণ হচ্ছে জীবন।
ঠিক যতটুকু জায়গা লাগে এই পৃথিবীতে দাঁড়াতে ,
ঠিক ততটুকু  জায়গা চাইছে জীবন।
.
প্রিয় সান্নিধ্য থেকে সময় সরিয়ে নিলে
খিদেরা তাড়া করে।
বিবস্ত্র রাত বাতিকগ্রস্ত হয়ে আড়াল খোঁজে
রতিক্রিয়া শেষে পোশাক খোঁজার মতন উপেক্ষা লেগে তখন ।
আসলে আমরা বলি সময় ,কেউ বলে পথ শুধু হাঁটতে থাকা
আর আমি বলি সময়ের নগ্নতা।

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...