Friday, October 18, 2024

তুই পায়(২)

ইদানীং অসুখ হলে বড্ড বেশি তুই পায়
ইদানীং সুখের জানলা খুলে দু:খগুলো আসে, 
আসলে মানুষের অসুখের একটা জানলা থাকা দরকার
যেখানে দমকা হাওয়া আসে, যেখানে কবিতার  পাতাগুলো উড়তে থাকে
যেখানে আকাশের পাখিগুলোর সব মনখারাপ
সেখানে বড্ড বেশি তুই পায়। 
তখন চোখের পাতাগুলো ভারী হয়ে আসে 
দূরে কোথাও একটা ট্রেন যেন উল্টোমুখে ছোটে
ভাতের ফ্যান গালতে, নিজের কাপড় কাচতে শিখে যায় সময়
আমিও সবকিছুর পর হাজারো ফিসফিস শুনতে পাই 
একলা ঘরে শুনতে পাই তোর গলা
ইদানীং আমার অসুখ হলেই বড্ড বেশি তুই পায়। 
.
কত কথা মনে পড়ে, কত হাসি, কষ্ট হয় না আর
বারংবার মনে হয় হিসাবী হতে গিয়ে এতগুলো বছর কাটলো
তবু হিসেব মিললো কই,
শুধু তখন অভ্যাসগুলো কষ্ট হয়ে ফিরে আসে‌  
বুকের ভিতর ব্যথা নয় বরং জীবন থেকে দূরত্ব বেড়ে যায়। 
ইদানীং আমার অসুখ হলেই তুই আসিস
সমস্ত না-এর ব্যারিকেড ভেঙে মিশে থাকিস আমার বুকে
তখন অন্ধকার আমার প্রিয় হয়ে যায়
মনে হয় আর কীসের ভয়? 
শুধু চোখ বোজার অপেক্ষা। বাকিটা তুই সামলে নিবি। 
.
জানি প্রতিটা মানুষের একলা একটা জানলা থাকা দরকার
দরকার একটা শেষ ট্রেনের অপেক্ষা
সেই জানলা দিয়ে শীতল দমকা হাওয়া ঢুকুক
আমার ভীষন শীত করুক 
মনে হোক তুই দরকার, ভীষন দরকার 
আর স্যারিডন না 
বরং ব্যথার মাঝে তুই ছড়িয়ে পড়ুক
কি করবো ইদানীং আমার অসুখ হলেই বড্ড বেশি তুই পায়। 
.
তুই পায় (২)
..ঋষি 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...