Thursday, October 24, 2024

আরেকটা নষ্ট কবিতা

সারাদিন গড়াগড়ি খাই
প্রিয় কবিতার বইটা তুলে নিয়ে অগছালো পড়ি
ঈশ্বর ছেনি নেয়, কুড়ুল নেয়, কাঁচি ও চিরুনি
হঠাৎ আমাকে ছোট করতে থাকে
কখন যেন পৌঁছে যাই আবার একটা জন্মাবার মুহুর্তে 
জন্মদিন, জন্মাবার দিন, পৃথিবীর মুখ দেখার দিন 
একটা শুরুর দিন। 
.
আজ জন্মের এত বছর পরে
একবার নিজের দিকে তাকিয়ে পরীক্ষা করি
ভিতরের আমিটাকে প্রশ্ন করি 
প্রশ্ন করি বেহায়া রিপুদের, নিজের ঈর্ষা, উচ্চাশাকে
প্রশ্ন করি ভাষা আর আগুনের আদিম সঙ্গমের সুরকে 
ঠিক কতটা মানুষ হতে পেরেছি ? 
ঠিক কতটা এই পৃথিবীকে,তোমাকে ভালোবাসতে পেরেছি ? 
.
বারবার গুনে দেখছি, ঠিক কটা জন্মদিন হলো
মা মানে না কারণ ছেলে তার এখনও শিশু
ছেলে  মানে না কারণ বাবা তার চির যুবক
চলন্তিকা ধুলো, মাছি,পতঙ্গের শোক ভুলে সাথে থাকে
তার বাড়িয়ে দেওয়া বুকে  আমার পাগলামী
ছঁয়ে থাকা তার দৃষ্টির সাথে মানিয়ে নেওয়া চোখ
সে আমার সময়ের মুশকিল আসান।
সারাদিন গড়াগড়ি খাই
জানি ঈশ্বরের অবস্থা ইদানীং  ভালো না
তার কারবার আর ততটা চলে না, 
তবু কবিতা জন্মের অহংকার আমাকে মুগ্ধ করে
তবু বাঁচিয়ে রাখে চলন্তিকা ছায়া এই শহরের আদরের ঘুমে
তবুও জন্মদিনে পাকতে থাকা চুল,ওষুধের প্রেস্ক্রিপসন
মনে করায়
ঈশ্বর আর শুকপাখি পায়নি খুঁজে ঠিকঠাক ঘর,
তবু এ জন্মদিন নেহাতই ইলিউশন
শরীরের প্রতি ভাঁজে লুকোনো আরেকটা নষ্ট কবিতা
হ্যাঁ আজ আমার জন্মদিন। 
.
আরেকটা নষ্ট কবিতা
... ঋষি 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...