Friday, October 18, 2024

মৃত্যুদন্ড



নিজেকে সুখী প্রমাণ করার জন্য আমরা কি না করি
সময়ের অপব্যবহার করে স্মৃতি কণা থেকে কুড়োয়
কয়েক ফোঁটা ভালো থাকা,
রঙিন ছবির স্টলে কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে অবিশ্বাসী পৃথিবীকে বলি
          ভালো আছি। 
.
নিজেকে ভালো রাখতে নিজেকেই কতটা মিথ্যে বলি
মরুভুমির গরম মাটিতে উটের পিঠে চড়ি
সবচেয়ে অপছন্দের মুহুর্তে  দেবশিশুর মতো হাসি
বরফের আটলান্টিকে সাঁটার কাটি আর বলি
জীবন কি সুন্দর
কি সুন্দর  কাঁকড়ার মতো আমরা পাশাপাশি হাঁটি ।
.
নিজেকে সুখী প্রমাণ করার জন্য আমরা কি না করি
শান্তি ভেবে দুরদুরান্তে হাজারো প্রাসাদ বানাই
ছুটি পেলেই লং ড্রাইভে কিংবা দূর মফসসলে, 
স্যুট-টাই আর নীল বেনারসি পরে বিবাহ-বাসরে  
আহ্লাদে আটত্রিশ পাটি দাঁত বের করি
তারপর ভাবি এই তো জীবন। 
.
নিজেকে ভালো রাখতে নিজেকেই কতটা মিথ্যে বলি
শেষ বয়সে ব্যাংক ও বীমায় জমিয়ে রাখি জীবন
তবু রাতের বিছানা বালিশ জানে
আমার বালিশে নেই তোমার চুলের গন্ধ,
তোমার বিছানায়ও নেই পুরুষের রঙিন দীর্ঘশ্বাস, ঘাম 
শুধু যুক্তি আর তর্কে নিজেদের ভালো রাখা ।
.
নিজেকে সুখী প্রমাণ করার জন্য আমরা কি না করি
এক একদিন মাঝরাতে নিজেরাই যুদ্ধে মরি
অতর্কিতে আমাদের ঘিরে ফেলে সত্যির দেবতারা, বাইবেলের পৃষ্ঠা থেকে নেমে আসা শয়তান মিথগুলো
মায়াবী হাসি আর আমাদের মিথ্যে ছবিদের অপরাধে যারা আমাদের আজীবন মৃত্যুদণ্ড দিতে চায় ।
.
মৃত্যুদন্ড
... ঋষি 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...