কী দিয়ে শুরু করবো কবিতা
নিভে যাওয়া সন্ধে আর বিষন্ন শহরটা উৎসবের পথে
কী দিয়ে শুরু করবো সে কথা
শ্যাওলার পাশ ঘেঁষে একলা থেকে যাই আমি তোমার সাথে
সতীর বাহান্ন পীঠের প্রতিবাদ সংক্রমিত হয় মেরুদন্ডে
অথচ গত বাহান্নদিন আমার তিলোত্তমা কাঁদছে
শূন্যতা,
নীরবতায়… ।
.
ভাতের হাঁড়ির দায়বদ্ধতায় ক্রমশ ক্লান্ত মানুষ
সময়ের উচ্চারণে ইদানীং তেতো জিভ
জীবনকে মাছের কাঁটার মতো বেছে মানুষগুলো বেঁচে
অথচ বাঁচতে দিচ্ছে কই সময় থেকে শাসন ?
মানুষের মেরুদণ্ড এখন একটা প্রশ্ন
প্রশ্ন মানবিকতার,প্রশ্ন অধিকারের, প্রশ্ন আগামীর,
একটা নৃশংস রাত,একটা পাশবিক রক্তাক্ত অন্ধকার
বদলে দিল শহরের ঘুম
মেয়েটা মরে গিয়ে বোধহয় আমাদের ঘুম ভাঙিয়ে গেলো।
.
রাজপথ জুড়ে কঙ্কাল, মেরুদন্ডের ম্যানিফেস্টো
আড়ষ্ট জীবন আজ শুধুই অপেক্ষায়,
নিরাপত্তাহীন শহরে আজ মায়ের আগমনী
কিন্তু কে থাকবে পাহাড়ায় ?
কে দেবে নিরাপত্তা ?
সত্যি তো, মাও যে মেয়ে।
তাই ঘুম ভাঙা মানুষগুলো আজ উৎসব খুঁজছে না
খুঁজছে না কফি-কাপের গোপন ধোঁয়ায় ভালোবাসা
আজ সারা শহরের মানুষ ছেলেভোলানোতে ভুলছে না
ভুলছে না তিলোত্তকে তার মৃত্যুর গত বাহান্নদিন,
সে দিন কিংবা রাত
সে বোধন কিংবা মহালয়া
আসলে নিরাপত্তাহীন মানুষের সমস্ত রাত জানে
বিষ, আরও বিষ আর সে বিষের মানে
সুতরাং বিষন্ন এক উৎসবে আমাদের পা
কিন্তু এ যে উৎসব নয় এ যে সময়ের অপেক্ষা।
.
বিষন্ন উৎসব
... ঋষি
.
শুভ মহালয়ার শুভকামনা সকল বন্ধুকে,ভালো থাকবেন সকলে।
No comments:
Post a Comment