আমাদের নির্জনতায় আজ চাঁদের হাট
আমাদের প্রতিদিন আজ তিলোত্তমা কলরবে ভরপুর
আমাদের অসহয়তা আজ ঘুম ভাঙা মশাল
আমাদের একাকীত্ব আজ গিলে নিচ্ছে মিছিল স্লোগান
হাঁটাপথে, প্রতি মোড়ে,প্রতি রাস্তায় ছড়িয়ে কত রঙ
আজ আমাদের কাঁধে রাখা একে ওপরের হাত
এই তবে আমাদের বাংলার মুখ
অন্ধকার বিরোধী এক নতুন প্রারম্ভ।
.
আমরা আর কেউ একা নই
আমাদের প্রত্যেকের সাথে কোটি আগুনের চোখ
কোন জাতি,কোন রং, কোন প্রলোভন, কোন রাজনিতী
আমাদের পথ বদলাতে পারবে না,
হয়তো সময় ভয় দেখাবে, নোয়াতে চাইবে মাথা
কিন্তু কিছুতেই আর মেরুদন্ড নুইবে না
এ যেন বিস্ময় পণ
আমরা সাধারণ একসাথে, বাংলা যে জাগছে।
.
আজ আমাদের পবিত্র এক প্রস্তুতি
উৎসব আসছে
অন্ধকার থেকে আলোর পথে দেবীর আবাহনী তাই,
উৎসবের সঙ্গে যদি পুজোর যোগ থাকে
উৎসবের সঙ্গে তবে নারী সন্মানও জড়িত
জড়িত তিলোত্তমার শোকের সঙ্গে পুজোর মেলবন্ধন সুতরাং পুজো হোক কিন্তু উৎসব নয়।
জানি ঢাকের কাঠি তার ছন্দ বদল করবে না হয়তো কিন্তু এইবারে শুধু বদলে যাবে তার প্রকাশ, তার ভাষা
"ঠাকুর থাকবে কতক্ষন, ঠাকুর যাবে বিসর্জন",
এর পরিবর্তে এবার একটু মন দিয়ে শুনলেই
ঢাকের বোলে শুনতে পাবেন
এই বাংলা ভুলছে না, ভুলবে না
তিলোত্তমার বিচার চাই.......
.
" পথে লড়ছে আমার জন,বিচার চাইবো ততক্ষণ!"
.
পুজো হোক কিন্তু উৎসব নয়
.. ঋষি
No comments:
Post a Comment