Tuesday, October 1, 2024

পুজো হোক কিন্তু উৎসব নয়

আমাদের নির্জনতায় আজ চাঁদের হাট
আমাদের প্রতিদিন আজ তিলোত্তমা কলরবে ভরপুর
আমাদের অসহয়তা আজ ঘুম ভাঙা মশাল
আমাদের একাকীত্ব আজ গিলে নিচ্ছে মিছিল স্লোগান 
হাঁটাপথে, প্রতি মোড়ে,প্রতি রাস্তায় ছড়িয়ে কত রঙ 
আজ আমাদের কাঁধে রাখা একে ওপরের হাত 
এই তবে আমাদের বাংলার মুখ 
অন্ধকার বিরোধী এক নতুন প্রারম্ভ। 
.
আমরা আর কেউ একা নই 
আমাদের প্রত্যেকের সাথে কোটি আগুনের চোখ 
কোন জাতি,কোন রং, কোন প্রলোভন, কোন রাজনিতী
আমাদের পথ বদলাতে পারবে না,
হয়তো সময় ভয় দেখাবে, নোয়াতে চাইবে মাথা
কিন্তু কিছুতেই আর মেরুদন্ড নুইবে না
এ যেন বিস্ময় পণ
আমরা সাধারণ একসাথে, বাংলা যে জাগছে। 
.
আজ আমাদের পবিত্র এক প্রস্তুতি
উৎসব আসছে
অন্ধকার থেকে আলোর পথে  দেবীর আবাহনী তাই, 
উৎসবের সঙ্গে যদি পুজোর যোগ থাকে
উৎসবের সঙ্গে তবে নারী সন্মানও জড়িত
জড়িত তিলোত্তমার শোকের সঙ্গে পুজোর মেলবন্ধন সুতরাং পুজো হোক কিন্তু উৎসব নয়।
জানি ঢাকের কাঠি তার ছন্দ বদল  করবে না হয়তো কিন্তু এইবারে শুধু বদলে যাবে তার প্রকাশ, তার ভাষা
"ঠাকুর থাকবে কতক্ষন, ঠাকুর যাবে বিসর্জন", 
এর পরিবর্তে এবার একটু মন দিয়ে শুনলেই 
ঢাকের বোলে শুনতে পাবেন 
এই বাংলা ভুলছে না, ভুলবে না
তিলোত্তমার বিচার চাই....... 
.
" পথে লড়ছে আমার জন,বিচার চাইবো ততক্ষণ!"
.
পুজো হোক কিন্তু উৎসব নয়
.. ঋষি 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...