Tuesday, October 29, 2024

ব্ল্যাকহোল

রাস্তার শেষ দেখা যায় না

গন্তব্য সেও ঘড়ির কাঁটার মতো বিরক্তিকর ইদানীং

ধুলোর মাঠ, কালবৈশাখী ,একলা বৃষ্টিতে অভ্যস্ত জীবন

মানুষ নেই, আমিও নেই

শুধু তুমি আছো ধারালো ছুড়ির মতো অপেক্ষায়,

তোমার বাড়ির দরজায় বারংবার ধাক্কা খেয়ে ফেরা

যেন কাঁচ ভাঙা কিন্তু জোড়া লাগে না।

.

অন্ধকারের ভেতর কোথাও তুমি ছিলে

আমি জানি অন্ধকার আসলে আলোর না থাকা,

তবু শব্দ শেষ হয়, ফসল উঠে যায় সময় মতো ঋতুতে

তবুও তুমি ফিরেও ফেরো না।

তোমার মুখের ছায়া আমার মধ্যে থেকে যায়

অথচ বাতাসের ছায়ায়, হাওয়ার বুকের নীচে ছেঁড়া পকেট

সেখানে তোমার কোনো ফেরা নেই। 

.

আমি সাজিয়ে গুছিয়ে নিজেকে মিথ্যা বলি

মিথ্যা বলা অপরাধ নয়

অপরাধ নয় নিয়ম করে যুদ্ধ থেকে হেরে ফেরা প্রতিদিন

কারণ নিজের সাথে যুদ্ধ করাটা একটা আর্ট

যেখানে উল্টো দিকে তুমি এক ব্ল্যাকহোল।

অন্ধকারের ভেতর তোমার ছায়া পড়ে

ছায়ার ভেতর আমি দেখি তোমার ছলছলে দুটি চোখ

যা আমাকে ঋণী করে যায়, 

তুমি ভাবো, বড্ড বেহায়া আমি তাই ফিরি বারংবার

আর আমি জানি আমি ফিরি কারণ

পথ আর গন্তব্য দুটোই ইদানীং বড্ড ছটফট করে।

.

ব্ল্যাকহোল 

... ঋষি 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...