Saturday, October 26, 2024

মুগ্ধ অনুরাগ

ছেলেটি মেয়েটিকে বলেছিল ভালোবাসি মেয়েটি বলেছিল রাজি তারপর বেলা গড়ালে, আটপৌরে হাওয়ায় উড়তে থাকা মন কিন্তু কতক্ষণে ? হায় রে প্রেম ! হায় রে মুগ্ধ অনুরাগ ! ভালোবাসা আজ বিছানা,বালিশ, শরীর ছাড়িয়ে পুরাতন কোন চমক নেই, কখন যেন একটা অভ্যেস পথ ভুলে নিয়ম হয়ে যায়। . মেয়েটি ছেলেটিকে বললো এই প্রেম চেয়েছিলে বুঝি ?গোনাগুনতি নিঃশ্বাসের জীবন ? শহরের রাস্তায় বারংবার বিষ জমানো বুকে আজ বেঁচে থাকা, খানিক আগেই,আশা অনুরাগে আকাশের পেঁজা তুলোর মতো মেঘ ভীষন বৃষ্টি মধ্যবিত্ত ফুটো ছাদের চাঁদ, প্রেম জানলা গলে যায়। . জীবনের আলখাল্লার গায়ে অসংখ্য ছেদ সেখানে বেহিসাবি প্রেম অগোছালো হতে হতে,এখন নিরুদ্দেশ এখন দিগন্ত বিস্তারি মাঠে অদ্ভুত বিষণ্ণ কোনও আলো আঁধারিতে ছেলে মেয়ে দুটি হাত ধরে হাঁটে, হাত ধরতেই হবে সেটা কথা নয় কথা হলো ভালোবাসলে হাত ধরতে হয়। ছেলেটি মেয়েটিকে বলেছিল ভালোবাসি আজ পশ্চিমে কালি মেঘে হঠাৎ মেয়েটা চিৎকার করে উঠলো তোমাকে ভালোবেসে জীবনটা শেষ হয়ে গেল কি পেয়েছি আমি? ছেলেটা মধ্যবিত্ত দেওয়ালের ক্যালেন্ডারের দিকে তাকিয়ে ভাবলো এ মাসের মাইনে পেতে অনেকটা দেরী। . মুগ্ধ অনুরাগ ঋষি


No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...