Sunday, December 24, 2017

প্রেম ,নদী আর পাখি

প্রেম ,নদী আর পাখি
................... ঋষি
===================================================
শহরের রাস্তায় ধুলোবালি মাখা শৈশব
এই শহর থেকে নদী আর পাখি দুটোই খুব দূরে স্বপ্নে থাকে।
আমার কাছে শৈশব মানে একা সেই নদী কিংবা আকাশের পাখি
এই শহরে রবীন্দ্রনাথ শুধু প্রথাগত।
এই শহরে আজ শুধু সোহাগী আদর
কিন্তু আদরের মাটিতে জন্মানো বিষফল।

 পাখি এবং নদী এদুটো শব্দই  মূলত প্রেম
অঙ্গীকার জীবন এই শহর থেকে আকাশ দেখা যায় না।
বড়ো বড়ো স্কাইস্ক্যাপারে লেগে আছে হিসেবি অভিলাষ
শুধু ঠুনকো বাঁচা মর্ডানিজম।
এই শহরে চিড়িয়াখানায় কিছু পাখি আছে
আর কিছু আছে প্রত্যন্ত গলিতে লোকানো গুটিকয়েক মানুষের মনে।
পাখি এবং নদী মূলত শৈশব অথচ প্রেম
প্রেম লেগে আছে মধুমিতা দিদির শুকনো ঠোঁটে
কিংবা রক্তমাখা সেই গভীরতায় যেখানে দেওয়াল লিখন মানা।
এই শহরে প্রেম এখন মোবাইল টেক্টটে
ধুলোমাখা ডাকবাক্সগুলো এই শহরে প্রেম হারানোর যন্ত্রনা।
এখন বিকেল তিনটে পনেরো
শুকিয়ে যাওয়া রৌদ্রের চৌরা রাস্তায় আমি একলা দাঁড়িয়ে
ছবি আঁকছি প্রেম ,নদী আর পাখি।

নদী শব্দটা চিরকাল কেমন মিষ্টি মায়াময়
শীতের শুকনো শূন্যতায় শুকিয়ে যাওয়া নদীগুলো এখন আমার শহর।
পাখি শব্দটা চিরকাল শুধু স্বাধীন আকাশ
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে।
এই শহর শুধু স্বপ্নে বাঁচে নদী আর পাখির
আর আমি স্বপ্ন দেখি খুব গভীর খোলা আকাশের। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...