Sunday, December 31, 2017

অভিমানী মেয়ে

অভিমানী মেয়ে
...... ঋষি
====================================================
এক অভিমানী মেয়ের গল্প বলি শোনো
সকাল সহস্র বুকের পাঁজরে জমা কালো কার্বনের দাগ।
মানুষ নাকি বদলানো ভিতের উপর
তিল তিল করে গড়তে চায় স্বপ্নের শহর ,স্বপ্নের বাসর।
কিন্তু অভিমানী মেয়ে পোড়ো ধ্বংসস্তূপে স্বপ্ন দেখে
একটা জীবনের ,স্বপ্নের শহরের।

আমি বলি প্রেম একটা উপন্যাস '
আর উপন্যাসে শেষ পাতায় সেই অভিমানী ধৈর্য ধরে অপেক্ষা করে।
বাঁধ ভেঙে পরে ,ভেঙে পরে চারিপাশে প্রাচীন ইটগুলো
মাথার ছাদ খসে গিয়ে আকাশের চাঁদ।
সেই অভিমানী মেয়ে আকাশ কে প্রশ্ন করে
এত প্রেম ? এত রদল বদল ? কোথায় পাও চাঁদ ?
তোমার গায়ে তো পোড়া কালো দাগ।
কিন্তু আমি জানি সেই চাঁদ ,সেই জ্যোৎস্না সব রূপকথা
আমি জানি সেই অভিমানী মেয়ে একটা জ্বলন্ত আগুন।
আদিম দাবানলে পুড়ে যে সভ্যতার শুরু
সেই সভ্যতার রঙ্গমঞ্চে সেই অভিমানী মেয়ে নিজেই একটা সভ্যতা।
তার শরীরের ২০৬ টা হাড় সাক্ষী
সময় তার নয় ,কিন্তু তার প্রতিটা প্রতিবাদ সময় বদলায়।

এক অভিমানী মেয়ের গল্প বলি শোনো
রাত্রি গুঁড়িয়ে যার চোখে জেগে থাকে অজস্র জলের ফোঁটা।
মানুষ নাকি প্রতিদিন বদলায় ভালো থাকবে বলে
তবে অভিমানী মেয়ে তুই পারিস না কেন ?
জানিস চলন্তিকার মানে ,জানিস তো আমার চলন্তিকাকে
চলন্তিকা কখনো সময়ের কাছে হারে নি। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...