Sunday, December 24, 2017

এত আলো

এত আলো
................ ঋষি
======================================================
রাতগুলো সব নিয়ম মাফিক অন্ধকার হয়
অথচ মনের আলোগুলো অন্ধকারে যেন জোনাকি। .
নিভৃতে বাড়তে থাকা আলো হাত বাড়িয়ে তোমায় ধরতে চায়
ঘুরে আসে তোমার শহরের অলিগলি।
শূন্য হাত থাকে
তবু কেন যে চারিপাশে এত আলো।

বন্ধ চোখে জানলার রেলিং বেয়ে জ্যোৎস্ন্যা
কখন যেন তোমার মতো দেখতে কোনো কবিতা হয়ে যায়।
চোখ খুলি ,পরম যত্নে কেউ হাত বুলিয়ে দেয় মাথায়
যেন উপস্থিতি কোনো আশ্রয়ে লেগে থাকা স্বপ্নের আদর।
প্রশ্রয়ে বাড়তে থাকা স্বপ্নের পারদ
কখন যেন নীল আলোর মতো ছড়িয়ে পরে সারা ঘর।
কত কাছে তুমি
অথচ কত দূরে।
 আলোর মতো আমার উপস্থিতি ভেদ করে কোনো নির্জন উপস্থিতি
আমি ভাবি এই তো তোমাকে ছুঁতে পারছি।
চেনা আখরোট ঠোঁট ,চেনা নাক ,চেনা চোখ
শুধু অন্ধকারকে বড়ো অচেনা লাগে।

রাতগুলো সব নিয়মমাফিক অন্ধকার হয়
অথচ  হৃদয় আলোয় দাঁড়িয়ে আমার স্বপ্ন নায়িকা হাত বাড়িয়ে দেয়।
আকাশে চাঁদ সাক্ষী থাকে ,সাক্ষী থাকে অন্ধকারগুলো
আলো কখনো একলা থাকে না ,তুমি আছো তাই।
আমিও ঘুমিয়ে পড়ি
তোমার আলো বুকে জড়িয়ে ধরে। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...