Friday, May 10, 2019

কাগজ কুচোনো


কাগজ কুচোনো
..... ঋষি
=================================
কথা খুঁজছি ,অথচ  কথা বলার কেউ নেই
বুকের পাথর ভাঙার রোগ।
অসময়ের রোদ  কুড়িয়ে বন্ধ দরজার কাঠগড়ায় দাঁড়িয়ে
নিঃশ্বাসে বিষ।
আর বিশ্বাসে চিরন্তন আকুলতা
কাগজ কুচোনো।
.
একদিন বিছানার স্বপ্ন থেকে কাগজ বৃষ্টি করবো
করার কথা অনেক কিছু ,
অনেকটা নিজেকে আঁকড়ে একদিন শিখে নেবো পাথরের ভাষা।
একদিন নিশুতি  রাতে  নিজের অনর্থক অজস্র লেখা পংতি থেকে
প্রতিটা তুই কে তুলে বিষন্নতায় যাবো। 
একদিন শহরের ঘুমন্ত চোখগুলো থেকে তুলে নেবো অবাঞ্চিত মুখোশগুলো
তপ্ত দুপুরের রোদে খুঁজে নিয়ে তাড়িয়ে দেবো মুখোশ বিক্রেতাকে।
নিজের রোমে জমে থাকা ময়লাগুলো
অজস্র লোভগুলো কাঁচি দিয়ে কেটে করে দেব অন্য মানুষ।
একদিন তোর হাত ধরে চলে যাবো অধার্মিক আমি
হিংসা পুড়িয়ে  মোর্য সাম্রাজ্যের পাথরের স্থাপত্যে।
যেখান থেকে চিৎকার করে বলবো
“বুদ্ধং স্মরণং গচ্ছামি, ধম্মং স্মরণং গচ্ছামি, সঙ্ঘং স্মরণং গচ্ছামি।”
.
কথা খুঁজছি ,অথচ কথা দেবার লোক নেই
ক্রমশ বুকের পাথরগুলো নিজেকে প্রাচীন করছে।
অসময়ের রোদে একলা চলা পথে ক্রমশ পথ হারানো মুসাফির
বিষাক্ত এই কবিতায়।
ইচ্ছে  করছে আরো বেশি নিজেকে পোড়াতে
তোর মতো বলতে আজকাল যন্ত্রণাগুলো বন্ধুর মতো। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...