Tuesday, May 7, 2019

মলাটহীন বই

মলাটহীন বই
... ঋষি
=========================
মলাটহীন বইয়ের পাতায় রাখা থাক
আমাদের আর জড়িয়ে থাকা  হাজারো গল্প।
চলো চলন্তিকা  বরং মাছ হই আমরা
গভীর সমুদ্রে ডুব দিয়ে খুঁজে চলি বেঁচে থাকার আশা।
কিংবা ধরো নীল আকাশের পাখি
ছুঁয়ে আসি জীবনের আশিয়ানা তোমার চোখের পালকে।
.
উড়ছে পালক
ঝরে পড়ছে পালকের পলকে পলকে বুকের ভিতর নতুন ভোর।
জানো তো  এই দৃশ্যমান মানুষের গ্রহে
কিছু অদৃশ্য সব সময় নিজের কাছে বাঁচে।
জানো তো আকাশের পাখি রোজ সন্ধ্যে ফিরে আসে ঠিকানায়
যেমন ফিরে আসা পুরোনো গান স্মৃতির পাথারে ।
.
মাঝে মাঝে ইচ্ছা করে মাইকেল এঞ্জেলোর মতো একটা ছবির স্বপ্ন আঁকি
রঙিন হাজারো রঙের  নদী সব গিয়ে মিশিয়ে ক্যানভাসে তুই ।
তারপর এক সমুদ্র খোঁজ আমার ফুরিয়ে যাক
কোনো অনন্ত উপসংহারে।
.
যেখানে সব শেষে সব ভুলে সকালগুলো জেগে ওঠে আবার ,
পাখির ডাকে ও অন্য ভোর।
চলো চলন্তিকা আমরা  বরং আকাশ হয়ে যাই
হয়ে যাই গভীর আকাশে আরো গভীর প্রেম ।
আসলে ইচ্ছাগুলো সব এমনি হয়
 মলাটহীন বইয়ের গল্পগুলো লুকিয়ে বাঁচে । 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...