Friday, May 3, 2019

নিকোটিন

নিকোটিন
........ ঋষি
=============================================
সকাল থেকে গোটা তিনেক সিগারেট
ক্রমশ মিথ্যে হয়ে থাকতে চাই সময়ের কাছে।
সকলে সময় খুঁজছে ,আমি খুঁজছি আলো ,
আকাশের মাটিতে পুঁতে দিতে চাইছি বিজয়ী পতাকা।
খেলার ছলে জীবনের কবিতায় উত্তর খুঁজছি
কোথায় পাব তারে ?
.
গল্পগুলো বদলায়
ঈশ্বরের ভূমিকায় তোমার চলচিত্রের যেমন রং বদলায়।
কি খুঁজছি ?
বুকের খনন শেষে উঠে আসছে আর্তনাদ সময়ের।
বিপ্লবের সংজ্ঞা আমি জানি না
জানি আজও কেন ফোর্ট উইলিয়ামের প্যারেডে শান্তির পায়রা ওড়ে।
ইচ্ছাদের নামাবলী গায়ে দুর্যোগ খঁজছে সময়
টাইমপাস।
আর আমি কেন তোমায় খুঁজে চলেছি
ঈশ্বরের ছাঁচে তুমি যেন মানুষের মতো দেখতে।
বিকলাঙ্গ সময়ের ভিড়ে অজস্র হাততালি
আমরা কি তবে নিজেদের হারাচ্ছি।
.
সকাল থেকে গোটা তিনেক সিগারেট
সিগারেট নিকোটিন ঠোঁটে লেগে আছে বিরক্তি।
সকলে বাঁচতে চাইছে পুরোনো সময়ের কাছে
আর আমি চাইছি বাঁচতে।
জীবনের অগুনতি কাটাকুটি ,সিঁড়ি ভাঙা অংকের
একটা উত্তর খুঁজছি সময়ের কাছে। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...