Friday, August 2, 2019

অমরত্ব


অমরত্ব
.... ঋষি
===========================================
ঝিমধরা গন্ধ
বেহিসেবি আগুন নিয়ে এগিয়ে চলা তোর দিকে
পানপাত্রে বিষ ,চোখে লোভ
সমুদ্রমোন্থনে উঠে আসা সময়ের যন্ত্রনা,
একাকিত্ব
অমরত্বের খোঁজ।

তোর ঠোঁট ঠোঁট রেখে চুষে নেবো বেঁচে থাকা
হয়তোবা তোর বুকের আগুনের উষ্ণতায় দাউ দাউ পুড়ে চলা আতঙ্ক।
প্রকৃতির নিষ্ঠুরতা পুরুষকে  শিখিয়েছে  চটচটে নির্ভরতা
শিকারে, আকারে  আর ভ্রমণে রমণে
সারাটা জীবন তাই আদিম পুরুষ খোঁজ করে কিশোরী অন্ধকারের।
সভ্যতার পাথরে পাথর ঘষে , তোর সময়ে নিজেকে ঘষে
আবিষ্কার আগুন।অন্য সভ্যতা।
পুড়ে চলা দাবানলে এই  বুকের জঙ্গলে সভ্যতার পাপ
হয়তোবা ফসিলের অভিশাপ
মহেঞ্জোদড়ো গেঁথে দেয়।
রেখে যায় প্রাচীন গুহাবাসী প্রাচীন কোনো অঞ্চলে কোনো আরণ্যক স্তন
যোনি জঙ্ঘা ,ইচ্ছা ,বেঁচে থাকা ,
আলো।
শুধু করোটিতে নিউরোনের চঞ্চলতা
অন্ধকার জন্ম দেয়।

প্রস্তর,ব্রোঞ্জ,লোহা,,,,,,,,,আগুন ,চাকা ,নেশা
অভ্যেসে লেগে থাকা ঠোঁটের কোনে  রক্ত।
অরণ্য সভ্যতা
পানপাত্রে জেগে ওঠা ঘুম ,নতুন সকাল ,উদ্দাম সময়।
মিশে যেতে ইচ্ছে করছে
তোর সবুজ জঙ্গলে জন্ম নেওয়া অধিকারের সাথে।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...