Wednesday, August 14, 2019

THE RAIN

SOME PEOPLE FEEL THE RAIN ,
OTHERS JUST GET WET  ........

অবলম্বন
উড়ে যাওয়া কবিতার পাতা আমার শহরে ঘর।
কাজল ডোবানো চোখ
কপালের টিপে লেখা সময় অযুত নিযুত ঘর।
স্বয়ংবর
শহরের রাস্তায় বৃষ্টি ভেজা সুখ।

আরেকটু একলা হবো
যদি ঠোঁটে ঠোঁট রাখিস ভিজে যাওয়া বৃষ্টি বিকেল । 
অস্থির সময়ের দরজায় অঞ্জন দত্তের পুরোনো গিটারের সুর
একদিন বৃষ্টিতে বিকেলে থাকবে না সাথে কোনো ছাতা।
তুমুল বৃষ্টি
শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়. ভিজে যাবে চটি, জামা মাথা।
চিবুকে চিবুক ছুঁয়ে কোনো স্পর্শ কাতরতা
গাঢ়তম অভিমানে ভিজে চোখ ছুঁয়ে যাবে ঠোঁট
একটু বাঁচবো বলে।
একদিন বৃষ্টিতে বিকেলে,মনে পড়ে যাবে সব কথা
কথা দিয়ে কথাটা না রাখা,ফেলে আসা চেনা চেনা ব্যথা।

অবলম্বন
আকাশের দিকে তাকাই দূরে মিশে থাকা দুটো চোখ।
ডাকছে খুব গভীরে
তুমুল বৃষ্টি ,সোঁদা মাটির গন্ধ তোমার শরীরে।
আমন্ত্রণ
আজ সারাদিন খুব বৃষ্টি হোক।

..... ঋষি 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...