Wednesday, August 14, 2019

অন্য শহর


অন্য শহর
............. ঋষি
===================================
দুটো শহর কয়েকশো সময়ের দূরত্বে চুম্বক খুঁজছে
খুঁজে চলেছে অন্য একটা শহর।
সময় দ্রবীভূত জলে বাড়তে থাকা নোনা স্বাদ
বোধহয় নিরুদ্দেশের খোঁজ।
জীবনের থেকে সময়ের দূরত্ব ,সময়ের থেকে জীবনের
মিশে থাকা রোজনামচা নিজেদের।

কোনো ব্যস্ত দিনে
তুই গিয়ে বসিস জানলার কাছে ,ক্লান্ত শরীর এলিয়ে
নিজেকে খুঁজিস অন্য শহরে।
হাতে তুলে নিস্ কফি মগ ,প্রতি চুমুকে ছুঁয়ে যাওয়া ঠোঁট
একটু সময় খোঁজে সময়ের ফাঁকে।
ব্যস্ততার দাগ তোর
 না
ঘুমোনো
চোখ।
অন্ধ রোমন্থন বুকের ভাঁজে কালসিটে
ভালোবাসা আঁকড়ে খোঁজে কোলবালিশ শহরের বুকে ।
শহর ক্লান্ত হয় এলিয়ে পরে অন্ধকারে
আর তুই হারিয়ে যেতে চাস অন্য শহরে।

দুটো শহরের গল্প এটা
খুঁজে চলা বেঁচে থাকা হাজারো ব্যস্ততায় আদর।
শহরে বুকে মাথা কোর্টে সময়
আর সময়ের বুকে আশ্রয়  খোঁজে মানুষের মন।
আসলে সময়ের থেকে জীবন সর্বদা অন্য শহরে থাকে
আর মিশে থাকা রোজনামচায় শহুরে খেতাব।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...