Sunday, August 18, 2019

যোনির কবিতা


যোনির কবিতা
............ ঋষি
=============================================
সময়ের উপর শুয়ে অসংখ্য কুকুর
চিৎকার করছে ,জিভ বের করে সঙ্গম করছে
আবার চেটে পুটে খাচ্ছে সভ্যতা।
সভ্যতা শব্দের তলপেটে দাঁড়িপাল্লা লাগানো অসহ্য আধুনিকতা
আধুনিকতায় তিন নম্বর পা পৌরুষের
শিশ্নে লেগে ধ্বংস।

ঢুকছে ,বেরোচ্ছে চামড়ার ঠোঁটে লেগে যাচ্ছে
আবার মুছছে ধ্বংস।
বিউটিপার্লার ,স্পা আরো অনেক  ,অসংখ্য মুখোশের মানুষ
মুখে রং, চোখে রং
সকলে সঙ্গম রত ,সময়ের বীর্য ক্রমশ আরো আঠা
আর সভ্যতার যোনিতে ধর্ষণ
জন্ম নিচ্ছে হাজারো ধ্বংস।
পু
রু

পুরুর নামে  , পুরানের  প্রাচীন স্তবকে জন্মপিতা
আজ শুয়ে আছে নিতান্ত নিশ্চিন্তে
তার পৌরুষে জন্ম ধ্বংস।

সময়ের উপর পুরুষের পায়ের ছাপ
চিৎকার করছে সভ্যতা নাম্নি অজস্র জন্মগুহা।
চেটেপুটে খাওয়া সেই ছ বছরের যোনি
বিয়ের সাতদিনের মাথায় ডিভোর্স হওয়া সেই যোনি
চিৎকার করছে আরো অজস্র
তবু এটা যোনির  কবিতা নয় ,সভ্যতার।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...