Thursday, August 1, 2019

prison

Her dream is a prison, her mind is a prison,
Her memories is a prison .......
.
কাল সারারাত নিজের মনের পায়চারি
এক যুবতীকে  ফলো করতে করতে স্বপ্নরা ভীষণ ক্লান্ত।
বাসন্তী রঙের শাড়ি তার
হরিণী চোখে টানা কাজল ,ভিজে ঠোঁটে আলতো লিপস্টিক
নিলিপ্ত চোখের চাহুনির ভিতর একটা ডোরা কাটা চিতা
যেন ঝাঁপিয়ে পড়ছে বুকে।
.
অদ্ভুত তার চোখটা চেনা
অথচ তার মুখটা ঠিক চিনে উঠতে পারি না।
স্রেফ ঐটুকু
কাল সারারাত নিজের মনে পায়চারি সেই অচেনা যুবতীর সাথে।
শুধু কান পেতে শুনেছি
তার ঠোঁটে আমার প্রিয় রবীন্দ্রসংগীত,বাউলের ঘরছাড়া গান।
একের পর এক দৃশ্য বদল
কখনো শহরের ব্যস্ত রাস্তায় ,কখনো মেট্রো ট্যানেল ,কখনো বা সবুজ মাঠ
ভিক্তোরিয়া ,গড়িয়াহাট ,ধর্মতলা সবখানে তাকে দেখলাম
কিন্তু মুখটা দেখা হয়ে উঠলো না।
ওর শরীরের ওপর দিয়ে ভেসে যাচ্ছিল মেঘ ,কখনো রৌদ্র ,কখনো বা বৃষ্টি
একটার পর একটা মুহূর্তে ফ্রেম ভাঙছিল
তারপর হঠাৎ ব্লাস্ট
কারফিউ
 আর দেখতে পারলাম না তাকে।
.
কাল সারারাত নিজের মনের পায়চারি
এক মুখ্য চেনা যুবতীকে ফলো করতে করতে আমি ক্লান্ত।
ঠিক তখন শুনতে পেলাম কে যেন দৌড়ে আসছে আমার দিকে
চিৎকার করছে বাঁচাও ,বাঁচাও।
আর আমি বোকার মতো কবিতা লিখছি সময়ের পাতায়
আর কবিতাগুলো কেন জানি অসহায় হয়ে যাচ্ছে।
.
.... ঋষি 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...