Friday, September 20, 2019

ভালো থেকো

ভালো থেকো
.... ঋষি
=======================================
পলিকাটা জমি 
স্তরে স্তরে এই সময়ের বুকে জমে আছে মায়া স্তর।
স্নেহ জমছে এই শহরের প্রতি
উপস্থিতি নিজের ভিতর জমতে থাকা পলিমাটি।
আরো গভীরে
বেজে চলা বিসর্জনের ঘন্টা।

শরতের মেঘ
মনখারাপ চলন্তিকা ? করতে নেই ,বলতে নেই
আমাদের শুধু পায়ে চলতে সময়ের সাথে।
কবে যে একটু ঘুমোতে পারবো
আকাশের বুকে পুঞ্জ পুঞ্জ মেঘের বালিশে
যদি কখনো মাথা রাখতে পারি।
সময়ের রৌদ্র ,আবিস্কারের ইতিহাস ,পুরোনো কাসুন্দি
খড়কাঠামোর উপর মাটির লেপন
রঙের খেলা ,গর্জন তেল ,ঝকমকে দৃষ্টি
চোখ আঁকছে সময়
কিন্তু আমি যে অন্ধ চলন্তিকা।

ন্ধ
সময়ের পাতায় শুধু দিকভ্রষ্ট পথিক।

এঁটেল মাটি
ভিজে মাটির তালে সত্যি যদি তোমায় গড়তে পারতাম।
আমার সময় ,আমার শহরে
উপস্থিতি নিজের গভীরে তোমার অকাল বোধন। 
জানি এই সব জানি বস্তা পচা অধ্যায়
তবু তোমাকে জানানো শুভ মহালয়া ,ভালো থেকো। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...