Thursday, September 12, 2019

silent

I want to create my word with silent .....

নিঃশব্দে ঝরতে থাকে শব্দগুলো
না বলা।
মানুষের গল্পগুলো প্রত্যেকের কাছে তাদের শ্রেষ্ঠ
অথচ ব্যাকগ্রাউন্ডে  বাজতে থাকা স্যাড সং
তু যাহা ,যাহা রহেগা .....

বেজে চলা রিংটোন ,অজস্র নাগরিক আলাপ
বাড়ছে ব্যস্ততা।
শহরের পথ ,চেনা রাস্তা ,অচেনা হাজারো মুখ
টুক করে উঁকি মারা আচমকা তুমি।
থমকে দাঁড়ানো
দাঁড়ি ,কমা সমেত কোনো না লেখা কবিতার অযাচিত গঞ্জনা।
বাড়তে থাকা শহর
কমতে থাকা  সময় আর সময়ের হৃদয়ে
হাজারো না বলা।
ব্যস্ততা দৈনন্দিন ,তবু অসময়ের কিছু  দুর্বলতা
থমকে দাঁড়ায়
...........নিজের মানুষ।

নিঃশব্দে ঝরতে থাকে শব্দগুলো
নিজের নির্জনতায়।
মানুষের শ্রেষ্ঠ উপহার সম্পর্কগুলো সব যান্ত্রিক
অথচ নিজস্ব আয়নায় সেই জোকারটা গায়
জিনা ইহা ,মরনা ইহা  ......

... Rishi

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...