Thursday, September 12, 2019

ঘুম


ঘুম
............... ঋষি
================================
কেউ কাউকে স্পর্শ করতে চাইছে না
ভাঙছে  বালি পাড় ,বালির বিছানায় বালিশের স্তূপ।
ঘুম নেই চোখ
শুধু সহ্যতে লেগে আছে অঙ্গীকার,
সাথে বাঁচা ,আরো অন্ধকার।

ক্রমশ চোখ বন্ধ ,
তবু ঘুম নেই।
পাশাপাশি শুয়ে কত হাজারো সামাজিকতা
ঘরের ভিতর রাখা সময়ের লাশ।
সিঁথির সিঁদুর ,নিমেষে মিশে যাওয়া অবয়ব
একলা শহর
ভিজতে থাকা শাওয়ারের জলে ঘুম খোঁজা।
ভালবাসা মানে ভাঙা ভাঙা
কাঁচের টুকরো,স্মৃতির
সম্পর্কের ভিতরে জমে যাওয়া,ক্রমশ না বলা
হাজারো কথার স্তূপ ।

বুকের তিল, নাক বরাবর সোজা হেঁটে চলা
একটু আদর করে খুঁজতে থাকা সম্বল।
ঘুম নেই চোখ
শুধু আড়ম্বরে লেগে মৃত উদযাপন ,পৌনঃপুনিক আলোড়ন
হুড়মুড় করে ভেঙে পরে সব।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...