Thursday, September 19, 2019

আমার মুক্তি আলোয় আলোয়

আমার মুক্তি আলোয় আলোয়
.... ঋষি
====================================
বেঁচে আছি হে গোলাপি
সমৃদ্ধ পরিচয় পত্র ,পোশাকি আলাপন।
ছুঁয়ে যাওয়া
বেঁচে থাকা
নিত্য একাকার রাত্রে একলা যাপন।

হাজারো কবিতার পাতা
ভীত সময়ের ভিতে ব্যস্ত ভিটেমাটি ,লক্ষ্নীর পাঁচালি।
কথা ছিল আকাশ পেরিয়ে সমুদ্র ছোঁয়ার
রোমন্থনে মৃত শরীরের লোমকূপে
অজস্র আগামী।
কথা ছিল পায়ে পা মিলিয়ে হেঁটে চলা শহর কুয়াশায় মোড়া
দোতারার বাউল মনে তখন মুক্তি
" আমার মুক্তি আলোয় আলোয় " ।
হাজারো কবিতার পাতা
শব্দরা মনের আনাচে কানাচে মাকড়সার জাল
হারিয়ে যাওয়া কাল ,অনন্ত আগামী ,আজকের আমি
স্থির কোথাও মাকড়সার জালে।

বেঁচে আছি হে গোলাপি
সমৃদ্ধ চোখের কালো চশমায় বিবেকের মুখ।
তোমার চোখ
তোমার ঠোঁট
চোখে পাতায় আটকে স্বপ্ন একজোট।  

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...