Thursday, September 19, 2019

যাতায়াত

যাতায়াত
.... ঋষি
===================================
কোথায় যাচ্ছি
ঠিক কোন পথ দিয়ে হেঁটে গেলে একটু নিশ্বাস নেওয়া যায় ,
এটা ঠিক কবিতা নয়।
জমতে থাকা বিস্মরণের বিস্ফোরণ পৃথিবীর স্তরে
ঠিক কোথায় ম্যানিকুইনের বদলে
সত্যি মানুষ পাওয়া যায়।
.
বুকে আমার বারুদের ঘর
অজস্র উদযাপন ,বৃষ্টি জ্বর ,আবোলতাবোল শহর পেরিয়ে হাঁটা
ঠিক কোথায় শেষ।
তোমার স্তনের বৃন্তে দাঁতের দাগ
পাগল আমি
তুমি ছুঁয়ে চলে আসি শরতের মেঘে রৌদ্র বৃষ্টি।
হৃদয়ের বারান্দা দিয়ে বাড়ানো হাত
আরো গভীর
তোমার যাতায়াত ,
আমার নিঃশ্বাসে বিষ ,তবু বিশ্বাসে তুমি বেঁচে
চলন্তিকা।

কোথায় যাচ্ছি
গন্তব্যের হদিশ খোঁজা হৃদয়ের  সবুজ পাখি।
তোমার উঠোনে খুঁটে খাওয়া বেঁচে থাকাটুকু
আজ সময় নির্ভর।
ঠিক কোথায় দাঁড়িয়ে আমি
দুইপাশে শেষ না হওয়া হাইওয়ে সভ্যতার ভিড়। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...