Friday, February 11, 2022

রোদচশমা

 রোদচশমা 

... ঋষি 

.

এসেছিলে যাওয়ার সময় ধরে 

চোখে রোদচশমা  অন্ধকার থেকে আলোতে 

কিন্তু তোমার বুক ভিজে ছিল। 

.

আগুন খুলি নি 

শুধু মাথার খুলির সমস্ত নিয়ন্ত্রণগুলো আজকালের সময়ের আলোয় 

আলোর কোনো দরজা থাকে না 

তাই আমার নেই দরজার বাইরে যাওয়া। 

.

সব প্রশ্নের উত্তরগুলো বাতিকগ্রস্ত 

অনিবার্য প্রেম রাস্তায় দাঁড়িয়ে মুহূর্ত খোঁজে চোখে আলোয় 

তোমার চোখে রোদচশমা 

আমার চালশেতে একটা ছবি ধরা পরে 

পিছিয়ে গিয়ে শুরু করা যায় না 

কিন্তু অন্ধকার থেকে আলোতে হাঁটা যায়। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...