Sunday, February 13, 2022

তারপর

 


তারপর 

... ঋষি 


তারপর কোনো একদিন কথা হবে 

তারপর কথা থাকে না কিছু বলার 

প্রতিবার বিষাক্ত শহরের বাতাসে ঘুলঘুলি খোঁজে মন 

প্রতিবারেই আরো বিষাক্ততা ছড়িয়ে পরে নিঃশ্বাসে 

প্রশ্ন প্রাচীন 

ভালোবাসা ?

.

দরজার ওপাশে পরে থাকা একলা মৃতদেহটা যীশু ক্রিস্টের ঝুলছে 

দরজার এপাশে রয়ে গেছে অন্য একটা জাত 

যারা কৃষ্ণের মতো হাসে 

কৃষ্ণের মতো ভালোবাসে 

আর সময়ের স্বরে অগনতি জনগণ পুজো করে তাকে 

কারণ ভালোবাসা ঈশ্বর হলেও 

চরিত্ররা সাধারণ। 

.

তারপর আমাদের কথাগুলো দশদিকে ছড়াবে 

গুজব ,

তারপর আমাদের গোপনীয়তায় দোষারোপ বলে একটা নতুন দেশ হবে 

যে দেশে আমরা নাগরিক বটে 

কিন্তু আমরা কেউ না। 

প্রতিবার হেরে ফেরার পর আমরা বাঁশির শব্দ শুনি 

প্রতিবারই হেরে ফেলার পর আমরা যীশুক্রিস্টকে দেখি 

আর দেখি মেরীমাতাকে 

কারন আমাদের আশ্রয়গুলো মায়ের মতো দেখতে 

কাৰণ আমাদের কষ্টগুলো কৃষ্ণের মতো দেখতে 

এ জীবনে ভগবৎ গীতা পড়ি সকলে 

সকলেই বিশ্বাস করতে চাই তাতে 

তবুও ভুল করি 

ভালোবাসি। 

No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...