Saturday, February 12, 2022

মানুষ বাঁচতে চায়

 মানুষ বাঁচতে চায় 

....ঋষি 


ফোনটা তুমি রেখে দিলে 

বাইরে কতগুলো কাক খাবারের দখল নিয়ে তখন চিৎকার করছে 

সামনের রেলিঙে রাখা খাঁচাটার ভিতর টিয়াটা বলে উঠলো 

ঠিক হয়েছে ,ঠিক হয়েছে ,

সমস্ত দখল নিয়েও বেদখল একটা জমির আইনি তত্বোতলাশে 

আমি হেরে গেলাম। 

.

আমি হেরে যাওয়ার দলে আজ বহুদিন 

বহুদিন মেপে রাখা সাত গজ জমিটায় কোনো ফুল ফোটে নি ,

একুরিয়ামে রাখা গোল্ডফিসটা জলে ঝাপটাচ্ছে 

বুঝতে পারছি খিদে পেয়েছে 

কিন্তু আমি জানি 

বরাদ্দদের বাইরে জীবন শুধু কফিনে শুয়ে ঘুমোয়। 

.

বারান্দার নিচে চায়ের দোকানে এফএম বাজছে 

" হ্যামে ওর জিনে কি চাহত না হোতি ",

আমি জানি চাহত শব্দটার দার্শনিক তত্বে একলা শহর ঘুমোয় ,

ঘড়ির কাঁটায় এখন সকাল নটা 

একটা  ব্যস্ত ঘুম ভাঙা শহর এখন সময়ের পিছনে দৌড়োচ্ছে 

এ যেন এক বেঁচে থাকার লড়াই 

সময় শব্দটা টুকরো করে ভেঙে দেখেছি 

শুধু তিনকাল নয় অনেক কাল শুধু মানুষ বাঁচতে চাই। 

প্রশ্ন করেছি বহুবার তোমাকে 

আমাদের বাঁচার মানে কি শুধুই আকর্ষণ 

তুমি বলেছিলে 

মানুষের খিদে পায় কারণ দুর্বলতা 

আর মানুষের ঘুম আসে না ,কারণ মানুষ বাঁচতে চায়। 

                                                                                                                                               

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...