Sunday, February 6, 2022

বস ও আওয়াজ ওর নেহি রেহি



 বস ও আওয়াজ ওর নেহি রেহি 

.... ঋষি 

.

জাত কি জানি না 

মারাঠি ,পাঞ্জাবি ,বাঙালি না কি মুসলমান 

শুধু জানি যে চলে গেলো 

সে একটা ভারতবর্ষ ,

শুধু জানি সময়ের ওপাশ থেকে শুনতে পাওয়া আওয়াজটা 

আমাদের ভীষণ প্রিয়। 

.

গান কি জানি না ,গান কি বুঝি না 

শুধু জানি অনেকগুলো শব্দ একসাথে উনার গলায় ঈশ্বর হয়ে যেত 

সে ঈশ্বর মানুষের কর্ণকুহরে এক অনুভব 

যে চলে গেলো ,মনে হয় নি একদিনও সে যাবে 

কারণ কেউ কেউ তার মতো 

চলে গিয়েও থেকে যায় সময়ের প্রতি ভাঁজে অমরত্বের সাথে। 

.

পৃথিবীতে এমন কিছু আছে যা সকলকে বুঝতে হবে এমন কথা নেই 

কিন্তু এই দেশের প্রতিটি মানুষ জানেন উনি একজন 

তাকে সকলে চেনেন ,

জাতি ধর্ম নির্বিশেষে যখন স্মৃতি সময়কে ছাড়িয়ে যায় 

তখন সে সময় ঈশ্বর হয়ে যায়। 

আমি খুশি যে আমি ঈশ্বরের সময়ের বাসিন্দা 

আগামী খুশি কারণ সেই ঈশ্বর চিরকালীন এক আশ্রয় ,

কিছু অনুভব করার মতো সময় এটা নয় 

শুধু বুঝতে পাওয়া

"ও আওয়াজ ওর নেহি রেহি "। 

No comments:

Post a Comment

ভালোবাসার দোকান

ভাবছি ভালোবাসা বিক্রি করবো এইবার মাছের বাজারে,বৌবাজারে,বড়বাজারে  ছোট ছোট প্যাকিংবাক্সে আতর মাখিয়ে ঢালাও সেল  এইবার  স্মৃতি রাখা গোডাউনটার থে...