Friday, April 26, 2024

অনবদ্য কবিতা

আমরা কেউই অনবদ্য কবিতা নই
আমরা সাধারণ যারা তারা শুধু বেঁচে আছি
বেঁচে থাকবো বলে,
আমাদের কবিতারা আকাশে উড়তে পারে না
শুধু ডানা ঝাপটায়, হঠাৎ  অবসরে সকলেই একবার অন্তত চেষ্টা  করে
খসে যায় পাখির পালক
তবু আমাদের কবিতাগুলো জন্মায় নিয়মিত দিনান্ত লিখবে বলে। 
.
সাধারণ  আমরা শুধু গভীরতা আগলাতে থাকি
গভীরতায় আগুন লাগে 
আগুনের মাঝখানে দাঁড়িয়ে আমাদের আর মনে থাকে না কবে,
অভ্যাস হয়ে যায় যন্ত্রনার।
শুরুয়াত সকলের একটা থাকে,তবে সময়ের  
আর মনে রাখে না কেউ
সময়  এক জাদুকর শুধু অভ্যেসে দাঁড়ায়
গিলি গিলি গে এক অভিনয় এক অজানা মঞ্চে। 
.
আমরা কেউই অনবদ্য কবিতা নই
আমরা আগামী বা অতীতে যাই ভাবতে বসি
একনাগাড়ে খালি ঘর 
ঘরের ভিতর কে বা কারা ছিল আর জানতে ইচ্ছে করে না।
ভাবলেই তো শাড়ির কুচির মতো অসংখ্য না পাওয়া
তাই দিন কেটে যায়,কাটুক না
আমরা সাধারণ যারা তারা শুধু বেঁচে আছি
বেঁচে থাকবো বলে। 
.
অনবদ্য কবিতা
.. ঋষি 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...