Saturday, May 27, 2023

ছায়া অবলম্বনে (২)

 একটা অসহ্য সময়ের দৌড়

একটা অসহ্য আয়নায় আমি,
এই মৃত্যুর কোন দাবী নেই
শুধু একটাই অধিকার, মুক্তি
অথচ সময়ের দাঁড়িপাল্লায় আমি নাবিক
দূরে স্পটলাইট, জনপদ
কিন্তু বাঁচার অধিকার আজও তুমি নির্ভর।
.
সমস্ত শরীর জুড়ে আজ পৈশাচিক প্রেম
যন্ত্রনায় কাতরে ওঠা মাথার ভিতর রোমন্থন,
চিৎকার করতে পারছি না
বলতে পারছি না
তুমি,
শুধু অভ্যেস নও একটা বোধ " আমার "
অথচ আজ আমি,
আমার তুমিতে বিতারিত
এবং অসহ্য সামাজিক।
.
ছায়া অবলম্বনে (২)
.. ঋষি

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...