Tuesday, May 23, 2023

ছায়া অবলম্বনে

 সব একই আছে 

সকাল হচ্ছে ,রাত্রি হচ্ছে ,সময় ঘুরছে ,সময় হাসছে 

শুধু আমিই বাদ ,

সবই একই আছে 

শুধু ঘুম আসছে না ,শুধু সময় কাটছে না ,প্রতিবাদ আসছে 

কিন্তু ক্লান্ত প্রতিবাদ 

নিজের সাথে মোকাবিলা করাটা বোধয় ভীষণ শক্ত

তাই শুধু আমি বাদ । 

.

কত  সহজ এগিয়ে যাওয়া সময়ের হাত ধরে 

আরও সহজ বোধহয় হাত ছেড়ে একলা দাঁড়ানো ,

আমরা সময় বলি ,আমরা জীবন বলি ,

অথচ আটপৌরে মানেটাও  আমি জানতাম না 

শুধু জানতাম 

কবিতার সাথে ,কবিতার রাতে একদিন আমি ঠিক মরে যাবো 

তুমি সেদিন হয়তো আমার মাথায় হাত রেখে আর  বলবে না 

মর তুই। 

.

ছায়া অবলম্বনে 

....  ঋষি 




No comments:

Post a Comment

ভালোবাসার দোকান

ভাবছি ভালোবাসা বিক্রি করবো এইবার মাছের বাজারে,বৌবাজারে,বড়বাজারে  ছোট ছোট প্যাকিংবাক্সে আতর মাখিয়ে ঢালাও সেল  এইবার  স্মৃতি রাখা গোডাউনটার থে...