Friday, May 19, 2023

অপমানিত রবীন্দ্রনাথ

 অপমানিত রবীন্দ্রনাথ 

.... ঋষি 


এক বিন্দু জল যখন সমুদ্র হয়ে যায় 

কিংবা এক সমুদ্র যখন এক বিন্দু জলে পরিধিতে থাকে 

তখনি তো মহৎ পুরুষ রবীন্দ্রনাথ ,

এখন প্রশ্ন, আমরা তাকে কতটা বুঝি 

এখন প্রহসন ,আমরা তার সৃষ্টির মর্যাদায় কি করতে পারি ?

.

বেশ ফিরে আসি অপমানে গল্পে 

মশাই সময় তো হলো বাঁশি বাজানোর 

আগুন পুড়িয়ে কাঠ খেয়ে খেয়ে বাঙালির কোষ্ঠকাঠিন্য যে ক্রমশ এক রোগ ,

আমি রিপুর কথা বলছি 

বলছি সহ্য 

কিন্তু রবীন্দ্রনাথের অর্থ তো শুধু বাংলা নয়। 

.

কিছু বুঝলেন না 

কাল যদি আপনাকে কীয়  গালাগাল দেয় বুঝবেন ,

কিন্তু বুঝবেন না রবীন্দ্রনাথের সৃষ্টির অপমান মানে 

বাঙালি তথা এই গোলকের অপমান ,

কেউ যদি আপনার মাকে ন্যাংটো করে রাস্তায় দাঁড় করায় 

আগুন জ্বালাবেন ,রাস্তা,বাস  পোড়াবেন ,মিডিয়া ডাকবেন,অনশন করবেন  

কিন্তু কেউ কিংবা কোনো গোষ্ঠী যদি প্রকাশ্য জনসভায় ভুল জাতীয় সংগীত গায়

আপনারা শুনবেন ,হয়তো মনের ভিতর মুচকি  হাসবেন ,হাততালি দেবেন 

প্রতিবাদটুকু করবেন না।  

কারণ এই দেশ ,আপনার জাতীয় সঙ্গীত তথা রবীন্দ্রনাথ আপনার কেউ না ,

বুঝলাম এই রাষ্ট্র তন্ত্র ,এই পুলিশ ,এই মিডিয়া রাজার গোলাম 

কিন্তু আপনি ?

প্রশ্ন করেছি ,প্রশ্ন রেখেছি ,এইবার আগুন জ্বালবো 

এই যে সমস্ত দেশের পিতা ,এই যে সমস্ত দেশের মাতা 

এই যে গোলাপী ,বেগুনি ,সবুজ সময়ের রং 

দয়া করে খালি পেটে চিৎকার করবেন না 

নাটক করবেন না শিক্ষার 

একটু বই পড়ুন 

পড়ুন রবীন্দ্রনাথকে।

রবীন্দ্রনাথ মানে কোনো ব্যবসা নয় 

রবীন্দ্রনাথ মানে কোনো দড়িটানাটানি নয় 

রবীন্দ্রনাথ মানে কোনো দেশ ,গণ্ডি কিংবা স্বার্থ নয় 

রবীন্দ্রনাথ কোনো দলের নয় 

রবীন্দ্রনাথ মানে অতীত ,বর্তমান এবং আগামী 

শুধু জন্ম  নয়,শুধু মৃত্যু নয় ,এক শিক্ষা 

সুতরাং আপনি যদি রবীন্দ্রনাথকে বুঝতে না পারেন

দয়া করা তার অপমান করবেন না  । 

.

(  এই আমার প্রতিবাদ দিনান্তে চলতে থাকা রবীন্দ্রনাথের অপমানের বিরুদ্ধে ,আপনারা ভাবুন কি করবেন ,গর্জে ওঠার সময় হলো কিনা ? )

 

  

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...