Saturday, May 13, 2023

এ ক ক

একক 
.. ঋষি

অনেকগুলো বইয়ের পাতা বুকের ভিতর হাঁটাহাঁটি করছে
একটা আন্টিগ্রাভিটিকাল শো কলড মানুষের ভাবনা
না ভুলতে পারছি না
ভালো থাকতে,
শুধু পাতার বাইরে জন্ম লগ্নে হারানো সন্তান
লুকনো শোক ভুলতে পারছি না। 
.
কি হতো? 
কল্পনাপ্রবন একটা সংগমের গায়ে গড়িয়ে নামছে ঘাম 
বিভঙ্গ মুরারী হয়ে চিৎ হয়ে শুয়ে আছে কবিতারা,
শো কল্ড যন্ত্রনারা, 
পার্টিশানের বাইরে দাঁড়িয়ে থাকা স্বপ্নগুলো
ঘুমের ওষুধে রাতের তারা গুনছে। 
.
সোজা সাপ্টা বলতে 
একটা মৃত্যুর জন্য দায়ী আমি, 
পোস্টমার্টনের নাভী ছিঁড়ে সাড়ে চার লিটার রক্ত 
দাগ ছিঁড়ছে ভার্টিকাল ফটোফ্রেমে আবস্ট্রাক্ট 
নিম্নচাপ। 
কি প্রমাণ 
আয়নার সামনে দাঁড়িয়ে আমার প্রতিবিম্ব 
কবির মহানতা,
নতজানু ঈশ্বর ঘুমিয়ে আছে ভালোবাসার ডাইরিতে
কোলাপ্সড একটা সিস্টেম নিজেকে দাবী করছে সম্রাট 
আর আমার সাম্রাজ্যে কবিতারা একা
চলন্তিকা শোক
আর আমি একক। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...