Saturday, January 20, 2024

ফুরিয়ে যাওয়া রাস্তা

একটা ফুরিয়ে যাওয়া রাস্তার পাশে দাঁড়িয়ে 
গীতবিতান খুলছি ,,, সেই গানটা 
" তুমিকোন কাননের ফুল ,কোন গগনের তারা " ।
কেমন যেন অসুখের সুর আকাশে বাতাসে 
কিছুতেই যে পুরোনো ধুলোজমা ফোটোফ্রেমটায় 
রবিঠাকুর হাসেন না 
শুধু অসুখে ভুগতে থাকা শহর আমাদের  কানের কাছে 
বিষন্নতা গায়,ক্ষমা ভিক্ষা করে ,করে অপরাধী । 
.
মানুষ বাসা বাঁধে ভালোবাসায় 
তাদের  বাসা ভাঙে কারণ সেই  মানুষগুলো আর সেখানে থাকে না 
সময় হিসেবে করে  ,তখন ধূমকেতু হয় ,মহাপ্লাবন আসে ,
দুটো বোকা মানুষ হঠাৎ পাগলের মতো বিপরীত মুখে ছোটে। 
মানুষগুলোর হাপরের মতো বুক টানে ,অহং গুলো সুখ টানে 
নিশ্বাস সেই সময়  ফিসফিস করে বিশ্বাসকে বলে বারংবার ভুল,ভূল  
অবসন্ন মানুষগুলো বিশ্বাসের ভাঙা কাঁচে  হাত বোলায় 
ব্যাথার ভিতর ছুঁয়ে নামে অশরীরী ভালোবাসা।
 .
মস্তিষ্কের শিরাগুলো সেই মুহূর্তে , মুহূর্ত মুছতে চায়
মুছতে চায়  দেশ -কাল - সীমানা ,
ফিরে আসার ছুতোটুকু খুঁজতে গিয়ে 
দুইখানি বুক পাশাপাশি ভাঙতে থাকে। 
ভাঙার শব্দ পাওয়া যায় না 
শুধু গীতবিতানের সেই গানটা হঠাৎ ,,জড়িয়ে ধরে 
" যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে " ।
.
ফুরিয়ে যাওয়া রাস্তা
... ঋষি

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...