Friday, January 26, 2024

অসুখের দেশ

অসুখের দেশে আবার এক প্রজাতন্ত্র ঘুম ভাঙায়
নিয়মমাফিক আবার একটা সরকারী ছুটি
পাড়ায় পাড়ায় পিকনিক , ফুটবল ম্যাচ
মাইকে এ র রহমান, বন্দে মা তরম,তিরঙ্গা,
বুকের সংবিধানে অসংখ্য ধারা বি.আর আম্বেদকার
অসংখ্য মিথ্যা প্রতিশ্রুতি, বিকিয়ে যাওয়া দেশ
অথচ বোকা জনগন ক্লান্ত তিরঙ্গার তলায়। 
.
নির্বাসনে মানুষ,  লোভী, স্বার্থপর ইচ্ছেরা
আগামীর পরাধীনতাকে টফি,বস্ত্র  বিতরন করে
চিৎকার করতে বলে দেশ,আমাদের দেশ
কিন্তু কোন দেশ? 
যে দেশের শিক্ষা, স্বাস্থ্য, জীবিকার কোন আগামী নেই
যে দেশের শৈশব, অনুভব, অহংকার সব বিজ্ঞাপনে
যে দেশের বুদ্ধিজীবি, কবির কলম সমঝতা করে
যে দেশের জাতীসংগীত ফ্রি বিরিয়ানির ভিক্ষা করে 
সেই দেশ? 
যেখানে সত্যি বলার জন্য বিপিন মাষ্টার গুলিবিদ্ধ হন 
যেখানে সত্যি সৃষ্টির জন্য স্রোষ্টারা কোনঠাসা হন 
যেখানে হিং, টিং, ছট একাডেমিক পুরষ্কার পায় 
যেখানে ডোনেশনে আগামী না, ভোট তৈরী হয় 
সেই দেশ?
.
সমঝতা, মেরুদণ্ডহীনতা, ফেক পরিচয়,মিথ্যা অভিনয় 
কোন দেশের ভীত কিংবা আগামী হতে পারে না,
শুধু আগুনে পূড়ে দেশ হয় না, মানুষের  জন্য দেশ।
দেশ মানে মেহেনতী ঘাম আর অতীতের প্রতিশ্রুত ইচ্ছা
যারা ভিখিরি নয়, যারা মাথা উঁচু করা মানুষ,
কিন্তু আমার অসুখের দেশে ইদানীং চিল, শকুনের ভীড়
সেখানে কোন মানুষ নেই, শুধু কিছু মৃতদেহের বাস। 
.
অসুখের দেশ
.. ঋষি 



No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...