Sunday, January 7, 2024

পাথর

কালকের জন্য আর সকাল তুলে রাখবো না
অনেক হয়েছে স্বনামধন্য বিছানার সাথে গাঁটছড়া
সম্পর্ক যখন পাথরের বদলে শুধুই প্রয়োজন 
সেখানে পাথরটাই রাখা ভালো
ঠোকাঠুকিতে বেঁচে আছি মনে হয় 
কিন্তু শুধু প্রয়োজন সে তো বদলায়। 
.
যেমন ধরো তোমাকে যতবারই ছুঁতে যাই 
তুমি নাক লাল করে জমিয়ে আলুসেদ্ধ মাখো 
যেমন ধরো তোমায় যতবার চুমু খাই
তুমি চমকে উঠে বুকের লোমগুলো খামচে ধরো
অথচ প্রতিবারই জাগার নেশায় তোমার আরও কাছে
তোমার নাকের নালিশে মিশে যাই। 
.
তাই আর শুধু বাঁচার জন্য বেঁচে থাকবো না
অনেক হয়েছে তুমুল শীতের রাতে বালিশ বুকে থাকা
সম্পর্ক যখন নিয়মের ঘরে বড্ড অনিয়ম 
সেখানে বালিশে না,তোমার বুকের নালিশে মুখ ঘষবো 
তোমার নালিশগুলোকে ইদানীং ভালোবাসা মনে হয় 
আর বালিশটাকে অভ্যাস। 
.
যেমন ধরো এখন মধ্যরাতে যখন শহর হাঁপাচ্ছে
আমি ক্লান্তিতে শুনছি ঈশ্বরের সংলাপ 
যেমন ধরো তোমার বুকে খাঁজে এখন জড়ানো বালিশ
নিয়ম করে বোঝাচ্ছো নিজেকে বসন্ত আসছে, 
অথচ তোমার প্রতিটা রাত আমার কাছে নালিশ করে
বসন্ত না, আমি তোর পাথর হয়ে থাকতে চাই । 
.
পাথর 
.. ঋষি 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...