Wednesday, January 10, 2024

mon pagol

তারপর একদিন সত্যি উড়ে যায় মনের পাখিটা 
দুঃখগুলো খবরে উঠে আসে 
উড়তে সে অনেকদিন আগের থেকেই চেয়েছিল 
দরজা ওরকম ভেজানো ছিল সম্পর্কের 
শুধু সকলের জানা হয় না এই শহরে মনেরও বেসাতি হয় 
অযথা রূপে ঢলে পরে কোনো কোনো মন পাগল। 
ঘুরে বেড়ায় মন পাগল 
চিৎকার করে ,কোথায় মন বেচে গো ,কোথায় মন পাওয়া যায় ? 
সকলে চোখ টিপে হাসে ,অনেকে মজা করে 
কেউ কেউ বড় দয়ার চোখে খুব অবহেলায় তাকায় ,
আসলে সকলে তো সম্পর্কের মাঝে হাজারো আফসোস খোঁজে না
যাদের মন আছে তারা বলে  " মন সেও কি বদল হয় "। 
.
পাখিটা ভাবে এই পাগলের সাথে থাকা যে খাঁচায় মাঝে  থাকা 
আমার তো আকাশ আছে ,
                                        কিন্তু মনপাগল 
সে সারা শহর ঘুরে দেখতে পায় সন্ধ্যে হয় ,শাঁখ বাজে ,ধুপ ধুনোর গন্ধ 
বুঝতে পারে এই শহরে আর কবিতাকে ভালোবেসে আবৃত্তি করে না কেউ 
সকলের মেহফিল চায় ,সকলের বাহবা 
এখন তো স্ট্রিটলাইটের কৃত্রিম আলোয় অন্ধকার দূর হয় 
সেখানে মন ,সেখানে কবিতা 
                            ব্রাত্য। ব্রাত্য বড়। 
মন পাগল তখন মনের জানলায় চেপে ধরে বুকটা 
এত শব্দ ,এত অহংকার ,এত উপকরণ।.. তবু কেন এত শূন্য সব ? 
এখানে যে প্রভুত্ব ,এখানে যে অলংকার 
না দাসত্ব নয় ভালোবাসা ....,
পাখি তখন আপন সুখে গেঁয়ে ওঠে মুক্তি ,আকাশ 
হঠাৎ সেই মুহূর্তে  মন পাগল স্তব্ধ হয়ে আকাশের দিকে তাকায় 
তার চোখ দিয়ে ঝরে পরে শব্দহীন মুহূর্ত ,
তবুও মনপাগল কিছুতেই বোঝে না ,হেসে ওঠে 
আপন মনে বলে 
      হেরে গেলে তো। ......হেরে গেলে ,
                                শুধু ভালোবাসলে মুক্তি হয় না 
                      হয় না মুক্তি। 
.
মন পাগল 
... ঋষি

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...