বুক ছুঁয়ে চুইয়ে নাম প্রত্যাশার ওম
জানলার বাইরে ক্লান্ত শহর গন্ধ খোঁজে, তুমি
মুহূর্তরা দাগ ছেড়ে মিলিয়ে যায় অন্ধকারে
আবছা হতে থাকে আলোর রেশ
হারিয়ে ফেলি ,হারিয়ে যায় ,তোমার অসন্তোষ
এই শহরটাকে অন্ধকারে মুড়ে ফেলে।
.
অন্ধকার এই শহরের কোনো বস্তিতে উনুনে আঁচ পড়ে
দুঃখের মতো ধোঁয়া ছড়িয়ে পড়ে উপস্থিতি কাম্যতায়
ধূপের গন্ধ, অনুচ্চারিত হৃদয় নিয়ে কেউ উচ্চারণ করে প্রার্থনা
যে প্রার্থনা স্বার্থগন্ধহীন, অশেষ ,অনন্ত এক সর্বনাশ ,
উজবুক সময় কুকুরের মতো বিস্কুটের দাবিতে ভিড় করে পাড়ার চায়ের দোকানে
আমার অসম ভাবনায় তখন ক্লান্ত অধিকারবোধ পুরোনো রেডিওতে শুনতে পায়
" তু ইস্তারহা সে মেরে জিন্দেগিমে সামিল হ্যা। "
.
তখন তোমার আঙিনায় ব্যস্ততা আছড়ে পড়ে
মুখোমুখি চায়ের কাপে এই শহরে কফিশপে মুহূর্তরা ,
আমি শীতের আবছা ল্যাম্পপোস্টের নিচে একলা দাঁড়াই
অদ্ভুত এক ম্যাজিক শীত শীত করে
আলো আঁধারি কুয়ালসার মাঝে তোমার আঙুলগুলো দেখতে পাই
কিছু বাড়তি মনকষাকষি আর বিষন্নতা সাথে ।
এ শহরে সমস্ত ঋতুরা আছে ,তবু শীতকাল
এ শহরে মিশে থাকে অভিমানে
এ শহরে খুঁজলে প্রেমিক মেলে ,শরীর মেলে , প্রার্থনা মেলে
এত দাবি নিয়ে চলে যাওয়া হয় না আমার
আর হয় না বলেই ফিরে ফিরে আসি
অনন্ত প্রত্যাশী।
.
প্রত্যাশী
... ঋষি
No comments:
Post a Comment