যেখানে সমর্পণ একটা বোকামির নামান্তর,
সম্পর্কের অপরাধবোধ
আগুন নিয়ে খেলা হৃদয় পোড়ানো সম্বল
সবটুকু জন্মান্তর চাইলেও
মোমবাতি জ্বলতে থাকে,পুড়তে থাকে হৃদয়।
.
সবটুকু হারিয়ে গেলে ফিরে পাওয়া সম্ভব না
ফিরে পাওয়া সম্ভব না অতীতের যোগফল,
হাঁড়ি,কড়া সব পরে রইলো পুরোনো রান্নাঘরে
তবু আদরগুলো থাকলো না,
পুরনো বিছানার চাদর, বালিশ, তোষক সব রইলো
অদ্ভুত তবু মানুষের ঘর থাকলো
.
কাঁচের গুড়োর মতো ছড়ানো যন্ত্রনারা কথা বলে
ভাঙ্গাচোরা স্বপ্নগুলো অহেতুক মুখ ঘষে তোমার বুকে
আমরা দেখি মহাকাশে মানুষের ঘর
তবুও ইচ্ছামৃত্যুর কাছে আমাদের ভিতরের ঘরে ধুলো জমে
আর কোন জন্মান্তর থাকে না
শুধু যা রটে, ভিতরের ঘরে তার কিছু তো ঘটে।
.
যা রটে
.. ঋষি
No comments:
Post a Comment