Monday, January 29, 2024

বাঘের নখ

অনেক দূরে দাঁড়ানো কথাগুলো 
ইদানিং পথ চলতে বারংবার বাঘের নখ 
আমি থমকে দাঁড়াই ,
এতদিনের কাটানো কথাদের মুহূর্তগুলো  
আজ গুছিয়ে ফিরে আসে ,তারা মুখভেংচে  হাসে 
নিজেকে বড় রক্তাক্ত ,ক্লান্ত মনে হয়। 
.
জানি একার শহরে নিয়ম করে নিস্তব্ধতা আসে 
যেখানে যে হাতে শুশ্রুষা রাখা ,রাখা হাত 
সে হাসে। 
তখন এক বিকেলের না কাটা মুহূর্তগুলো বুকের কাছটা খামচে ধরে 
কখন যেন তার আঙুলের নখগুলো বাঘের মনে হয় 
অদ্ভুত তবু সেখানেই  রক্ত , সেখানেই সুখ ,
সেখানেই স্বীকৃতি ,সেখানেই দুঃখ 
সেখানেই অস্তিত্ব ,সেখানেই শিকার। 
বুকটা ফালাফালা করে চিরে ফেলে ,ছিঁড়ে ফেলে সে 
তবুও কথাদের ক্লান্তি নেই ,তারা আসে 
আমার অযোগ্যতা প্রমাণে,প্রমাণিত গণিতে 
কথারা  অংক হয়ে ওঠে। 
.
বাঘের নখ 
... ঋষি

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...