আপাদমস্তক শোক ছুঁয়ে আছে এই সময়
তাই সময়কে আর নিজের প্রেমিকা মনে হয় না,
জানো তো চলন্তিকা
আমি ভালো নেই,তুমি ভালো নেই,ভালো নেই এই শহর,
জানি না আর কত দিন
শোকগ্রস্থ এই স্বাধীনতা আর আমাদের বিকৃত গনতন্ত্র।
.
ভালো নেই আমি। আমরা। আমার মতো অনেকেই
রাস্তায় বেরোলে তরুনী থেকে বৃদ্ধা মেয়েদের দেখে যাই
কেমন একটা উৎসুক চোখে তাদের হিংস্রতা
যেন কিছু একটা আগুন জ্বলছে ভিতরে
যেন কোন প্রশ্ন,
কোনও তরুণী বা কিশোরীদের হাসির ঝাঁক দেখলে মুখে চোখ বুলিয়ে বুঝি একটা বদল ঘটেছে কোথাও
কারণ তাদের মামুলি কথাগুলোও ইদানীং বেপরোয়া৷।
.
জানি না এই শোকস্তব্ধ বিদ্রোহী শহর আবার কবে হাসবে
তবে এটা বুঝি, কোথাও একটা সাধারণের টান পড়েছে
মিছিলে, জমায়েতে, টিভি চ্যানেল যেখানেই দাঁড়াই
সেখানেই খুঁজে পাই ইদানীং বারুদের ঘ্রাণ।
বাজারে খেউড় ছড়ানো দাঁত বের করা হায়েনাদের
কিংবা ইমেজে পালিশ লাগানো মানুষগুলো
আমরা বোধহয় চিনেছি এবার
আর ওরাও জেনেছে সাধারণ মানুষ আজও প্রতিবাদ জানে ।
.
জানি একদিন এই জীবন স্বাভাবিক হয়ে আসবে
আবার স্বাভাবিক হবে শহর
আবারও চলন্তিকা সময় সাজবে, হাসবে, বাঁচতে চাইবে
ঝগড়া হবে, ক্লান্তি হবে, সব ছেড়ে চলে যাওয়া হবে।
খালি মাঝে মাঝে মনে পড়বে সেই মেয়েটাকে
যদি ঠিক সময় শহরের ঘুম ভাঙতো তবে সেও বাড়ি ফিরতো।
.
ইদানীং বেপরোয়া
... ঋষি
No comments:
Post a Comment