অসংখ্য ভাঙতে চাওয়া বুনিয়াদি খাঁচা আছে
সেই খাঁচার ভিতর সাধারণ, খুব সাধারণ জনগন
আজও অপেক্ষায়।
ইদানীং যেন একটা অন্ধকার সিনেমা ঘরে বসে আমরা
চলচিত্র চলছে, ধর্ষন হচ্ছে,চিৎকার, হাততালি, সিটি
সব চলছে
বিখ্যাত ডিরেক্টর যার রাজনীতিতে কোন খামতি নেই
তার সিনেমা হিট হতেই হবে,
এখন কি তবে লেটনাইট শো শেষে বাড়ি ফিরছে সব্বাই?
.
এই মুহুর্তে আমি বুঝছি না উৎসব না উৎ-শব
কোন বানানটা ঠিক
আমি বুঝছি না আয়নায় বিপ্লব না জল কামানের ভয়
কোনটা সত্যি,
এখনও বুঝে উঠতে পারছি না
গত কাল যে বিরোধী ছিল
আজ কেন সে স্ববিরোধী,
শুধু এটা বুঝেছি মশাই, " খেলা চলছে "।
.
তবে আর কি , খেলাই মাতুন
লেগে পড়ুন, মেতে উঠুন সব্বাই,উৎসব আসছে
এবার শারদীয়ার নতুন নাম চটি উৎসব।
মা,বোন, জ্যাঠা,কাকারা পুজোয় নতুন চটি কিনুন
শুধু সাবধান বাণী মেয়েদের জন্য
মেয়েরা দেখেশুনে শক্ত দেখে চটি কিনবেন
যাতে জমায়েতে রেপ থ্রেট বা শরীরে হাত এলেই
চটি খুলে আগাপাশতলা সেঁকে দিতে পারেন।
এমনিতেও জানেন আমাদের চটির রাজ্যে বাস
চটি-কালচার আমাদের রক্তে,
আর হাওয়াই-চটি চেটে চেটে যাদের মুখের স্বাদ নষ্ট তাদের তো নিত্যনতুন চটি দরকার বলুন,
তাই চটি কিনুন, নতুন চটি পড়ুন
যতই হোল বাঙালির নতুন উৎসব, চটি উৎসব।
.
চটি উৎসব
.. ঋষি
No comments:
Post a Comment