Thursday, September 19, 2024

সময়ের অপেক্ষা

প্রতিবাদের টেবিল,ত্রিপল,টয়লেট,প্যাণ্ডেলের বাঁশ  অদ্ভুত সব অদৃশ্য আজ,
কারণ শক্তিটা  যে অদৃশ্য,চেহারাটা অচেনা তাই ? 
তবে সত্যি তাই কি? 
জনগণ রাস্তায়,রাস্তায় সাধারণ 
আর অসাধারণ এক সময়ের অদৃশ্য শক্তি
শুধুই খেলছে, খেলেই চলেছে।
.
মেয়েটা আর বাড়ি ফেরে নি,ফিরবে না আর
জানি তার পোস্টমর্টেম থেকে বডি পুড়তে লেগেছে মাত্র সাত ঘন্টা
অথচ এতগুলো দিন,এতগুলো ঘন্টা শুধু কান্নায়
শুধু অপেক্ষায় কিন্তু বিচার কই ? 
এ শহরে মানুষ ঘুমোতে ভুলেছে, হাসতে ভুলেছে
কিন্তু এক সেকেন্ডের জন্যও ভোলে নি
এখনও তিলোত্তমার বিচার বাকি। 
.
জানেন তো প্রতিবাদের সবকিছু অদৃশ্য হতে পারে
আপনি মিথ্যা ন্যাংটা করে মাঝরাস্তায় তাকে দাঁড় করাতে পারেন
মানছি আপনি মহাশক্তিমান তাকে ভয় দেখাতেও পারেন 
কিন্তু প্রতিবাদের মেরুদন্ডটা ? 
কিন্তু প্রতিবাদের সময়ের মেরুদণ্ডটা ? 
সে তো বিকোয় না,সে যে বিকোয় নি কোনদিন।
ভালো করে চোখ রাখুন আজ আপনার শহরের রাস্তায়
মশাল জ্বলছে,মানুষ লড়ছে,শহর পুড়ছে
চারিদিকে যেন হাজারো মৃত তিলোত্তমার মুখ
মহল্লার প্রতিটা গলিতে  তিলোত্তমারা চীৎকার করছে
জাস্টিস, বিচার আর মানুষের অধিকার
শুধু আপনিই মহাশক্তিমান অথচ লুকিয়ে মুখোশের আড়ালে
কিন্তু আর কতদিন? 
.
ভুলবেন না 
সাধারণ মানুষ মাটি দিয়ে মুর্তি তৈরি করে
আর সাধারণ মানুষই সেই মুর্তির পুজো করে
কিন্তু পুজো শেষ হলে বিসর্জনও হয় সেই মুর্তির,
আর আপনি, আপনি তো শুধুই মুখোশ
আর আপনার বিসর্জন আজ শুধু সময়ের অপেক্ষা।
.
সময়ের অপেক্ষা
.. ঋষি 





No comments:

Post a Comment

কি হচ্ছে এসব?

প্রথমে বাংলাদেশে ছাত্রখুন  তারপর তিলোত্তমা জুড়ে এক অভিশপ্ত রাত  চীৎকার, প্রতিবাদ, কান্না,মিছিল  তারপর বন্যা আক্রান্ত ঘাটাল সহ বাংলার এক অংশ,...