Wednesday, September 4, 2024

মানুষের পতাকা

আগুন ছুঁয়েছে জীবন
পরম্পরায় লেখা হে জীবন শুধুমাত্র মুক্তিটুকু 
তিলোত্তমার আগুন ছুঁয়েছে মেরুদন্ড 
সময়ের এক নির্লজ্জতা, 
মধ্যবিত্তের হাঁড়ি পেরিয়ে আমরা তবুও একসাথে
ভয় পাই নি, ভয় পাবো না আর
প্রথমবার কোন রং নয়, কোনো পতাকা নয়
মানুষের পতাকা উড়ছে। 
..
আগুন জ্বলছে চারপাশে
ভালোবাসা শব্দটা জাতিধর্ম নির্বিশেষে আজ মানুষের
বারাসাত থেকে বর্ধমান,কলেজস্ট্রীট থেকে শ্যামবাজার
যাদবপুর থেকে বিশ্ববাংলা,উল্টোডাঙা থেকে ধর্মতলা
শুধু আগুন জ্বলছে
তবু তিলোত্তমা বিচার কই ? 
চোখের উপর আগুন রেখে চোখ পুড়োনো যায় না
প্রশাসন বিচার চাই। 
.
একটা আয়োজন, আজ নাগরিক সুরক্ষায় অনিয়ম
পুলিশ তোমার মেরুদন্ড চাই
প্রশাসন চাই উত্তর। 
ফিরে তাকান
১৯৪৭ নয় এ যে ২০২৪
এ কোন স্বাধীনতা ? 
আলো জ্বলছে না আজ শহরে,প্রতিবাদীরা অত্যাচারিত
তবুও নাগরিক জীবন লড়ছে রাত দিন, সাত দিন
আজ ২৬  দিন।
১২ থেকে ৭২ কেউ থামছে না 
কেউ আর থামবে
কি ভাবছেন আপনি ? 
ম্যাডাম আপনি বুঝছেন না কেন 
জনগন ততক্ষন চুপ, যতক্ষন সহ্য
আর সহ্য পেরোলেই বাঁধ ভাঙে, আগুন জ্বলে
আর আগুন মানে শ্মশান,  শুদ্ধ ছাড়া কিছু বোঝে না। 
.
মানুষের পতাকা 
.. ঋষি 


No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...