Tuesday, September 3, 2024

সুড়ঙ্গ

সাধারণ বলে এই পৃথিবীতে কেউ হয় না
অসাধারণ বলেও, সত্যি কিছু হ্য় না
যদি কিছু হয় তা হলাম আমরা,
প্রশ্ন কি করেছেন কখনও নিজেকে ? 
পুজো আসছে আর কয়েকদিন,কিন্তু কার পুজো ? 
দেখুন আমাকে এটাই সত্যি
সত্যি আজ মায়ের পুজো নয়, সত্যিটা হলো ধর্ষন। 
.
কাকে জ্ঞান দিচ্ছেন আপনারা
মেয়েরা যোনিযুক্ত  , তাই মেয়েদের সুরক্ষা দরকার
কেন মেয়েরা কি অন্য জাত? 
মেয়েরা কি সময়ের টার্গেটিভ ভোট ব্যাংক নয় ? 
কিসের ভেদাভেদ ? 
আজ অবধি কোন পুরুষকে তো শুনতে হয় নি
বড় হয়েছিস সামলে থাক,মাথা নীচু করে কথা বল।
আপনি কি আপনার ছেলে সন্তানকে ছোটবেলায় শিখিয়েছেন
নিজের বাড়ির মেয়েদের  যেমন সন্মান করতে হয়
অন্যের মেয়েদেরও করতে হয়।
.
সত্যিটা ভাবুন, সত্যিটা বলুন 
যে সুড়ঙ্গ আপনারা যুগ যুগ ধরে খুঁড়েছেন 
আজ সেই সুড়ঙ্গপথে লুঠ হয়ে যাচ্ছে আপনার বাড়ির ইজ্জত, 
এতদিন ধরে যে সুড়ঙ্গ আপনারা খুঁড়েছেন 
আজ তলেতলে মাটির নীচ দিয়ে আপনাদের নদী চুরি।
আপনা এতদিন যোনিজ প্রসববেদনা শুনেছেন
আজ শুনুন আপনাদের কৃত সময়ের  প্রসববেদনা
শুনতে পাচ্ছেন সময়ের চীৎকার ?
আমার শরীরটা আপনারা সৎকার করেছেন আগে
কিন্তু আজও দেখুন আগলাচ্ছেন আমার নকল কঙ্কাল
কাল কি তবে এমনি আপনার বাড়ির মেয়েদেরও কঙ্কালও আগলাবেন? 
            এইভাবে.....। 
.
সুড়ঙ্গ
.. ঋষি 
.


No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...