Friday, September 13, 2024

আমরা সকলেই সাধারণ

আমি যদি কবিতা লিখি আপনি বলবেন রাষ্ট্র বিদ্রোহী 
আমি যদি সত্যি বলি আপনি বলবেন অন্য পার্টি
কিন্তু ম্যাডাম আমি যে খুব সাধারণ, 
বিশ্বাস করুন সকালবেলা অতনুদা কাগজ দেন
পাড়ার মোড়ে তপনদা মাছ নিয়ে বসেন
আর হারুদা চায়ের দোকানে রোজ আলোচনা 
কিন্তু জানেন তো আমরা সকলেই সাধারণ।
.
কেউ অফিস যাচ্ছে, কেউ স্কুল কলেজ শপিং-মলে
কেউ ভাত রান্না করছে, মাঝেমাঝে হয়তো বিরিয়ানি কেউ  হকচকিয়ে ঘুম থেকে উঠে ভাবছে ভবিষ্যত
ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পথ হারাচ্ছে আগামীর
ফাস্টস্ট্রেসনে তারা শুনছে ইউটিউবে অনুপম রায় 
কিংবা রগরগে মহব্বতে
কারণ আমরা সকলেই সাধারণ।
.
আসলে মানুষগুলোর দেওয়ালে পিঠ ঠেকে গেছে
কেউ প্রতিদিন হাঁফাচ্ছে ফেসবুকে রিলজ পোস্টে
কেউ প্রতিদিন চিৎকার করছে বিচার চেয়ে 
কিন্তু কিছুতেই ভুলছে তারা,
ইট পাটকেল খেয়েও, চোখ রাঙানো হজম করেও
ঘুরে দাড়াচ্ছে, বিচার চাইছে
আমরা আসলে কেউ নই,আমরা সকলেই সাধারণ ।
.
আসলে এই লড়াইটা আমাদের সকলের
এই লড়াইটা আট থেকে আটাত্তরের প্রতিজনের
এই  লড়াইটা এখন  আগামীর জন্য আজকের
এখন আর কেউ চুপ থাকবে না।
আসলে রবীন্দ্রনাথ কপচানো বাঙালি জেগে উঠেছে
জেগে উঠেছে সারা ভারতবর্ষ
কিন্তু বিশ্বাস করুন আমরা সকলেই সাধারণ ।
.
সত্যি হলো এই আন্দোলন আজ মানুষের
আপনার সরকার বা গোদির প্রতি আমাদের লোভ নেই
লোভ শুধু মানুষের মত বাঁচার,
অধিকার চাই ম্যডাম, মানুষের নিরাপত্তার জন্য
অধিকার চাই আগামী প্রজন্মের সুস্থতার জন্য
সুতরাং আর কোন খেলা নয়
আমরা সকলেই সাধারণ, শুধুমাত্র  বিচার চাই।
.
আমরা সকলেই সাধারণ 
... ঋষি 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...