Monday, September 9, 2024

উৎসবে ফিরছি আমরা

ম্যাডাম আমরা নিশ্চয় ফিরছি নিজের শবদেহ নিয়ে
আমরা আসছি উৎসবের উজ্জাপনে আপনার সহমতে নিজেদের ঘরের মেয়েদের শরীর নিয়ে
কি ভাবছেন নিজেকে ?  রাজা ? 
ম্যাডাম বুঝুন, 
এবার তো আপনার শরীরের নিলামে কেউ দাঁড়াবে না 
কারণ আপনি থাকছেন না,থাকবেন না
আমি বলছি না এবার, শুনুন জনগন বলছে
মানছি না, মানবো না, বিচার চাই। 
.
কি করবেন ম্যাডাম? 
সত্যি বলছি, সত্যি বলবো
আপনার প্রহসনের প্রশাসন,পুলিশ নিজের পকেটে রাখুন 
আমরা থামছি না, থামবো না
কি করবেন? 
চোখ রাঙাবেন, লাঠিচার্জ, আরেস্ট,মিথ্যে কেস
ভয় পাচ্ছি না
কারণ
আমাদের প্রতিটা ঘরে তিলোত্তমা শুয়ে এ শহরে। 
.
ম্যাডাম সাবধান
আপনার রাজনীতিকে শুভেচ্ছা
শুভেচ্ছা আপনার অত্যাচারী  রাজতন্ত্রকে 
শুভেচ্ছা আপনার টাকা কামানো ছেলেভোলানো গনতন্ত্রকে 
কিন্তু ভয় দেখাবেন না প্লিজ, 
আর হবে না ম্যাডাম মাথা নিচু করে থাকা। 
অনেক হয়েছে, সত্যি চাই
বিচার চাই, মেরুদন্ড জেগেছে মানুষের 
সুতরাং সাবধান। 
গুগল বাবাজি, নিউজ চ্যানেল বলে দিচ্ছে 
আপনার শরীরে হারের সংখ্যা
আপনার পরিসংখ্যান বলে দিচ্ছে কি চাইছেন আপনি
আমাদের শুধু বিচারে অপেক্ষা। 
.
আর শুনে যান পা চাটা গনতান্ত্রিক নাগরিক
আমরা চিনছি, আমরা জানছি, 
যেমন সনাক্তকরণে মৃত প্রশাসনের  কান্না
তেমনি রেহাই নেই আপনাদের,
আর আমরা ছাড়ছি না, আমরা মানছি না ম্যাডাম
বুঝুন এটা গনতন্ত্র,রাজতন্ত্র নয়
প্লিজ চিতার আগুন জ্বলছে এই তিলোত্তমায়
সারা শহর জুড়ে মৃতদেহের গন্ধ
আর না,
বিচার চাই
না হলে আপনার প্রশাসনকে জ্বালিয়ে দেবে জনগন 
শাড়ি খুলে আপনাকে ন্যাংটো নাচাবে।
.
উই ডিমান্ড  জাস্টিস 
ভয় দেখাবেন না প্লিজ। 
.
উৎসবে ফিরছি 
... ঋষি 

No comments:

Post a Comment

কি হচ্ছে এসব?

প্রথমে বাংলাদেশে ছাত্রখুন  তারপর তিলোত্তমা জুড়ে এক অভিশপ্ত রাত  চীৎকার, প্রতিবাদ, কান্না,মিছিল  তারপর বন্যা আক্রান্ত ঘাটাল সহ বাংলার এক অংশ,...